০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পদ পদবী মানুষকে দায়িত্ব বুঝিয়ে দেয়

  • Update Time : ০২:২৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

{"msource":{"from":"blank"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":15357,"total_drawing_time":664,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":2,"total_draw_actions":11},"photos_added":1}

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

 

কত টাকা ওয়ালা দেখলাম,
টাকার জন্য হয়েছে গোলাম।

ব্যক্তিত্বহীন মানুষের কাতারে দেখলাম,
আসলে সে মানুষ নামের অমানুষ বুঝলাম।

এমন মানুষিকতা যে ব্যক্তিত্ব দিয়ে কি হবে,
টাকা হলে সব আসবে যে যাই বলুক টাকা লাগবে।

অনেক টাকা ওয়ালা দেখলাম,
টাকায় না দিল ইজ্জত টাকাও আছে বুঝলাম।

পদ পদবী মানুষকে দায়িত্ব বুঝিয়ে দেয়,
পদের বাড়ে পদবী সবাই নড়েচড়ে পদের কদর না দেয় ।

জন্মিলাম জন্মাইলাম কি পেলাম,
জনমের স্বাদ জন্মিয়া চাইলেই কি পেয়ে গেলাম?
সময়ের প্রহর গুণতে হয় ধৈর্য্য ধরলাম।

উকিঝুকি মেরে কি বুঝলাম পদ পদবীর স্বাদ
কত কি দেখলাম,
ন্যায় নীতিবানের কদর এক নীতিহীনের কদর আরেক,
নীতিহীনের জন্য পদ পদবী শক্তির এক ব্যারেক।

মানুষ যে যাই করুক কর্মের ফল ভোগ করতেই হবে,
ইহকালে না দিলেও পরকালে জবাব দিতেই হবে।

লেখক:- কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পদ পদবী মানুষকে দায়িত্ব বুঝিয়ে দেয়

Update Time : ০২:২৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

 

কত টাকা ওয়ালা দেখলাম,
টাকার জন্য হয়েছে গোলাম।

ব্যক্তিত্বহীন মানুষের কাতারে দেখলাম,
আসলে সে মানুষ নামের অমানুষ বুঝলাম।

এমন মানুষিকতা যে ব্যক্তিত্ব দিয়ে কি হবে,
টাকা হলে সব আসবে যে যাই বলুক টাকা লাগবে।

অনেক টাকা ওয়ালা দেখলাম,
টাকায় না দিল ইজ্জত টাকাও আছে বুঝলাম।

পদ পদবী মানুষকে দায়িত্ব বুঝিয়ে দেয়,
পদের বাড়ে পদবী সবাই নড়েচড়ে পদের কদর না দেয় ।

জন্মিলাম জন্মাইলাম কি পেলাম,
জনমের স্বাদ জন্মিয়া চাইলেই কি পেয়ে গেলাম?
সময়ের প্রহর গুণতে হয় ধৈর্য্য ধরলাম।

উকিঝুকি মেরে কি বুঝলাম পদ পদবীর স্বাদ
কত কি দেখলাম,
ন্যায় নীতিবানের কদর এক নীতিহীনের কদর আরেক,
নীতিহীনের জন্য পদ পদবী শক্তির এক ব্যারেক।

মানুষ যে যাই করুক কর্মের ফল ভোগ করতেই হবে,
ইহকালে না দিলেও পরকালে জবাব দিতেই হবে।

লেখক:- কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ