নির্বাচনের প্রস্তুতি নিন, সেন্টার কমিটি তৈরী করুন- সৈয়দ তালহা আলম
- Update Time : ১০:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২ আগস্ট ২০২৫
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":39672,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের অভিষেক অনুষ্ঠানে জনতার চেয়ারম্যান খ্যাত জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ১২ দলীয় জোট ও জমিয়ত মনোনীত সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী সৈয়দ তালহা আলম আগামী নির্বাচনে জগন্নাথপুর উপজেলায় শক্তিশালী সেন্টার কমিটি গঠন করার নির্দেশ দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমরা কারো মুখাপেক্ষী না হয়ে নিজস্ব জনবল দিয়ে জগন্নাথপুর-শান্তিগঞ্জ ১৪৫টি সেন্টারে প্রতিযোগিতা করতে হবে। এক্ষেত্রে জমিয়তের নেতৃত্বে সাধারণ জনগণকে সম্পৃক্ত করে আগামী নির্বাচনে জয়লাভের লক্ষে সেন্টারকেন্দ্রিক শক্তিশালী কমিটি গঠন করতে হবে। আজ শনিবার (২ আগস্ট) বিকেলে জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টস্থ একটি কমিউনিটি সেন্টারে জগন্নাথপুর উপজেলা জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের অভিষেক অনুষ্ঠান উপজেলা জমিয়তের সভাপতি হাফিয সৈয়দ ওযায়রুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা এরশাদ খান আল হাবিব ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এম শাহিনুর রহমান শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,

সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক হাফিয রশিদ আহমেদ, সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক হাফিয হোসাইন আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রহমান জামি, সুনামগঞ্জ জেলা যুব জমিয়ত সাধারন সম্পাদক মাওলানা রায়হান বিন আরিফ, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক মারজান আহমেদ সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের সহ-প্রচার সম্পাদক শেখ শামসুল ইসলাম। অনুষ্ঠানে জমিয়ত নেতা শেখ শামসুল ইসলামের সদ্য প্রয়াত পিতা জমিয়তের সমর্থক আলহাজ্ব শেখ ছাদিক আলীর আত্মার মাগফেরাতের জন্য কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।



























