০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নজরদারিতে ফেইসবুক-হোয়াটসঅ্যাপের গ্রুপ অ্যাডমিনরা!

  • Update Time : ০৫:২০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :: জনপ্রিয় সোশ্যাল সাইট ফেইসবুকে গ্রুপের ছড়াছড়ি। সেইসব গ্রুপে নানারকম পোস্ট হয়। কোনওটা নিয়ন্ত্রিত, আবার কোনওটা লাগামছাড়া। অনেকক্ষেত্রেই গ্রুপ অ্যাডমিনরা তেমন সক্রিয় থাকেন না। যে যা খুশি পোস্ট করেন। গ্রুপে সেগুলো থেকেই যায়। এবার গ্রুপ অ্যাডমিনরা থাকছেন কড়া নজরদারিতে।

কোনও গ্রুপে উস্কানিমূলক কিছু থাকলে যিনি পোস্ট করেছেন, তাকে তো বটেই, গ্রুপ অ্যাডমিনকেও গ্রেফতার করা হতে পারে। এমনটাই জানিয়ে দিলেন ভারতের বারাণসীর জেলাশাসক যোগেশ্বর রাম মিশ্র।

শুধু ফেসবুক গ্রুপ নয়, নজরদারি থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপেও। এখানেও অনেক উস্কানিমূলক বার্তা থাকে। সেক্ষেত্রেও দায় নিতে হবে গ্রুপ অ্যাডমিনকেই। প্রশাসনের ব্যাখ্যা, গ্রুপ যখন তৈরি করা হয়েছে, তখন যারা তৈরি করেছেন, তাদেরও কিছু দায়িত্ব থাকে।

যদি কেউ আপত্তিকর বা উস্কানিমূলক পোস্ট করেও থাকে, অ্যাডমিনের উচিত সেগুলিকে মুছে ফেলা, প্রয়োজনে যে পোস্ট করেছে, তাকে ব্লক করা। নইলে এই প্রবণতা চলতেই থাকবে। তাই গ্রুপ অ্যাডমিনরা যদি সতর্ক থাকেন, তাহলে অনেক গুজব আটকানো যায়। আপাতত বারাণসীতে এই সতর্কতা চলছে। অন্যান্য জায়গায়তেও শুরু হতে পারে জানা গেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নজরদারিতে ফেইসবুক-হোয়াটসঅ্যাপের গ্রুপ অ্যাডমিনরা!

Update Time : ০৫:২০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭

অনলাইন ডেস্ক :: জনপ্রিয় সোশ্যাল সাইট ফেইসবুকে গ্রুপের ছড়াছড়ি। সেইসব গ্রুপে নানারকম পোস্ট হয়। কোনওটা নিয়ন্ত্রিত, আবার কোনওটা লাগামছাড়া। অনেকক্ষেত্রেই গ্রুপ অ্যাডমিনরা তেমন সক্রিয় থাকেন না। যে যা খুশি পোস্ট করেন। গ্রুপে সেগুলো থেকেই যায়। এবার গ্রুপ অ্যাডমিনরা থাকছেন কড়া নজরদারিতে।

কোনও গ্রুপে উস্কানিমূলক কিছু থাকলে যিনি পোস্ট করেছেন, তাকে তো বটেই, গ্রুপ অ্যাডমিনকেও গ্রেফতার করা হতে পারে। এমনটাই জানিয়ে দিলেন ভারতের বারাণসীর জেলাশাসক যোগেশ্বর রাম মিশ্র।

শুধু ফেসবুক গ্রুপ নয়, নজরদারি থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপেও। এখানেও অনেক উস্কানিমূলক বার্তা থাকে। সেক্ষেত্রেও দায় নিতে হবে গ্রুপ অ্যাডমিনকেই। প্রশাসনের ব্যাখ্যা, গ্রুপ যখন তৈরি করা হয়েছে, তখন যারা তৈরি করেছেন, তাদেরও কিছু দায়িত্ব থাকে।

যদি কেউ আপত্তিকর বা উস্কানিমূলক পোস্ট করেও থাকে, অ্যাডমিনের উচিত সেগুলিকে মুছে ফেলা, প্রয়োজনে যে পোস্ট করেছে, তাকে ব্লক করা। নইলে এই প্রবণতা চলতেই থাকবে। তাই গ্রুপ অ্যাডমিনরা যদি সতর্ক থাকেন, তাহলে অনেক গুজব আটকানো যায়। আপাতত বারাণসীতে এই সতর্কতা চলছে। অন্যান্য জায়গায়তেও শুরু হতে পারে জানা গেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ