বিশেষ প্রতিনিধি :: একটি বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার ব্যক্তি দগ্ধ হয়েছেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের নয়াবস্তি গ্রামের।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম সরদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার জাফলং নয়াবস্তি গ্রামের আরফান মিয়ার একটি ঘরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন – আলতাফ আলীর ছেলে আরফান মিয়া (৪৫), কাজিম উদ্দিনের ছেলে মতিউর রহমান (৩০), শামসুল হকের ছেলে সুজন (২৮) ও আবদুল মালিকের ছেলে সুহেল আহমদ (২৫)।
তারা সবাই একই পরিবারের সদস্য। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন আহতরা সাংবাদিকদের বলেন, তারা গরমের কারণে জানালা খুলে ঘরের ভেতর ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে জানালা দিয়ে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে এলাকার লোকজন তাদের হাসপাতালে নিয়ে আসে।
পরিদর্শক জাহাঙ্গীর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে আগুন দেওয়া হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।



























