দুপক্ষের সংঘর্ষে বসতঘর ভাংচুর, নারীসহ আহত ৪০
- Update Time : ০৪:৩০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: দু’পক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৪০ ব্যক্তি আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ ব্যাপক লাটিচার্জসহ রাউন্ড শর্টগানের গুলি ও টিয়ারসেল নিক্ষোপ করে। সংঘর্ষে গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্হানীয় সূত্রে জানা যায়, রাজাপুর পশ্চিমপাড়া গ্রামের বারিক আলীর কিশোরী কন্যাকে উত্যক্ত করতো একই গ্রামের হানিফ আলীর পূত্র মছব্বির আলী। এ ঘটনা কিশোরীর মা মনোয়ারা বেগম তার মেয়েকে উত্যক্ত করার বিষয়ে হানিফ আলীর বাড়ীতে গিয়ে বিচার প্রার্থী হলে মছব্বির আলী ক্ষীপ্ত হয়ে উঠে। এ নিয়ে বুধবার সকাল থেকেই উভয় পক্ষের মধ্যে বিরাজ করতে থাকে উত্তেজনা। বৃহস্পতিবার সকালে লাটি-সোটা নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস’লে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রন করতে লাঠিচার্জসহ ৯ রাউন্ড শর্টগানের গুলি ও টিয়ারসেল নিক্ষোপ করে। প্রায় দেড়ঘন্টা ব্যাপী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্ত ৪০ ব্যাক্তি আহত হয়।
এ সময় সংর্ঘষকারীরা একটি বসতঘর ভাংচুর করে। সংঘর্ষে গুরুতর আহত মানিক আলী (৩২), আনসার উদ্দিন (২৫) ও সেলিম মিয়া (২৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আফরোজ আলী (২৬), জমির আলী (২০), সমর আলী (৩৮), ফুলবানু বেগম (৬৫), সামিয়ারা বেগম (২৭)সহ অন্য আহতদের ছাতক সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।




























