দু’গ্রামবাসির সংঘর্ষে নিহত ২ আহত ৫০ আটক ৭
- Update Time : ০১:১৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের
ছাতকে ভূমি নিয়ে বিরোধে দু’গ্রামবাসির সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় হাফেজ আবু সাইদ (২৫) নিহত ও দৌড়ে সংঘর্ষস্থলে আসার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে ফুরকার আলী (৫৫) নামের অপর এক ব্যক্তি। এসময় আহত হয়েছে দু’পক্ষের অর্ধশতাধিক লোক। এঘটনায় পুলিশ ৭ব্যক্তিকে গ্রেফতার করেছে। বৃস্পতিবার (১৮মে’) সকাল সাড়ে ৯টায় উপজেলার জাউয়াবাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হাফেজ আবু সাইদ জাউয়া ইউপির হাবিদপুর গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র ও মৃত ফুরকান আলী বিনন্দপুর গ্রামের মৃত অইছত উল্লার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, একখন্ড ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে জাউয়া লক্ষণসোম-কুনাপাড়ার কবি আব্দুল ওয়াহিদও হাবিদপুর গ্রামের আব্দুল কাহারের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এরজের ধরে ঘটনার সময় দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আব্দুল কাহারের সমর্থক হাফেজ আবু সাইদসহ উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত আবু সাইদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। অন্যান্য আহতদের সিলেট, ছাতক কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দিকে সংঘর্ষে দৌড়ে আসার পথে ফুরকান আলী নামের এক অপর ব্যক্তি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এরিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে মনির মিয়া, আজাদ মিয়া, আং মনাফ, জমির আলী, কদরিছ আলী, হেলাল মিয়া, আব্দুল গফুরসহ ৭জনকে আটক করা হয়েছে। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সম্মূখে সংঘটিত এ সংঘর্ষ ও খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে চরম দায়িত্বহীনতা ও গাফিলতিকেই দায়ী করেছেন স্থানীয়রা। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানান।




























