দিরাইয়ের ৯ ইউনিয়নে বিএনপির সম্মেলন সম্পন্ন
- Update Time : ০২:৫৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়নের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। দলীয় সুত্রে জানা যায়, রফিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন জাহেদ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কাদির। ভাটিপাড়ায় সভাপতি নিয়াজ মাহমুদ রিপন, সাধারণ সম্পাদক শাহদ্বীপ তালুকদার। চরনারচরে সভাপতি আব্দল জলিল, সাধারণ সাধারন আতাউর রহমান। রাজানগরে সভাপতি আলী আহমেদ খান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল। সরমঙ্গলে সভাপতি তেরাব আলী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। করিমপুরে সভাপতি মাস্টার আব্দুর রহিম, সাধারণ সম্পাদক ফরিদ সর্দার।জগদলে নুরুল হক, সাধারণ সম্পাদক শামীম আহমেদ রানা। তাড়লে সভাপতি আলী আহমেদ, সাধারণ সম্পাদক দীন ইসলাম এবং কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি পদে আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে শিহাব উদ্দিন নির্বাচিত হয়েছেন।
এ ব্যাপারে দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন ও ১ম যুগ্ম আহবায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক বলেন, ১১ সেপ্টম্বর কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মেলন দিয়ে শুরু হয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজানগর ইউনিয়ন বিএনপির সম্মেলনের মধ্য দিয়ে ৯ টি ইউনিয়নের সম্মেলন অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ও তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহনে কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া শেষ হয়েছে। নেতৃবৃন্দ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেছেন। সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী বলেন, এই প্রথমবার নেতৃবৃন্দ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করায় জেলা ও উপজেলা বিএনপির পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। উৎসবমুখর পরিবেশে ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন দলের রাজনীতিতে গতি এনেছে। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ফ্যাসিস্ট ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে, দেশনেত্রী বেগম খালেদা ও দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে সবাই কাজ করবেন।

























