দায়িত্ব : কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ
- Update Time : ০১:৪৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
দায়িত্ববান ও দায়িত্বহীন কখনো এক হয় না,
দায়িত্ববান সবার প্রিয় হতে পারে না।
দায়িত্ব থেকে যে ফাঁকি দিয়ে পালায়,
সে যেন নিজেকেই ঠকায়।
দায়িত্ব পালনের সুযোগ সব সময় আসে না,
তবে ইচ্ছে করলেই সব দায়িত্ব এক সাথে পালন করা যায় না।
সময় মত নিজেকে দায়িত্ববান হিসেবে গড়ে তুলা সময়ের ব্যাপার,
বড় হওয়ার সাথে সাথে পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব অনেকটা পালন করা যায় না, অনেকেই হয় একাকার?
ধীরে ধীরে এসে যায় পরিবার ও সমাজের একটা অধিকার,
এই দায়িত্ব পালনে অনেকেই হয় সফলকাম আবার অনেকেই হয় একাকার।
তাই দায়িত্ব গ্রহণ করা একটি উত্তম গুণাবলীর মধ্যেই পড়ে কাঁধে,
দায়িত্বশীল মানুষের প্রতি পরিবার ও সমাজের অনেক চাহিদা থাকে।
পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীলতা সকলের থাকা উচিৎ,
তবে সমাজ যতই আধুনিক হচ্ছে, ততই পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব হয়ে পড়েছে কিঞ্চিত।
জানেন? এগুলোর মূল কারণ হলো নৈতিক অবক্ষয়,
মনে রাখতে হবে প্রত্যেকে স্ব-স্ব দায়িত্ব পালন সম্পর্কে পরকালে জবাব দিতে হবে, তাই কাজ দ্বারা পরকালের জন্য করতে হবে সঞ্চয়।
লেখক: সভাপতি: শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।



























