দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা :: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের পল্লীতে পুলিশের বিশেষ অভিযানে ২শত পঞ্চাশ গ্রাম গাজাঁসহ ৩ গাজাঁ ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত গাজা ব্যবসায়ীরা হলেন উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে শরীফ উদ্দিন (৫০), মৃত মনর উদ্দিনের ছেলে আবু বকর (৩০) ও পাগলা রায়পুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে রুয়েল আহমদ (২৫)।
পুলিশ সূত্রে জানা যয় শুক্রবার রাত সাড়ে ৯টায় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এস আই মাজহারুল ইসলাম, জগতজ্যোতি চৌধুরী, এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামে শরীফ উদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে গাজাঁ ক্রয় বিক্রয়কালে তাদেরকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার তাদেরকে সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটআদালত দক্ষিণ সুনামগঞ্জ জোনে উপস্থিত করা হলে বিজ্ঞ আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
এ ব্যপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুনামগঞ্জে গাজাঁসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ০৭:৫১:১২ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে


























