দক্ষিণ সুনামগঞ্জে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণের দাবী
- Update Time : ০৬:১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব শাহরিয়ার, দক্ষিণ সুনামগঞ্জ :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাসহ সুনামগঞ্জ জেলার সবক’টি উপজেলার প্রায় সাড়ে ৩ লাখ কৃষক সরাসরি কৃষির সাথে জড়িত। টিকাদারী প্রতিষ্ঠানের দূর্নীতির কারণে জেলার সব ফসল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা এখন নিঃস্ব। তাদের ঘুরে দাঁড়ানোর জন্য যে অর্থের দরকার তা এখন আর তাদের হাতে নেই। তাই সাধারণ কৃষকদের মাঝে গত বৈশাখে বন্যায় ফসলহানিতে ক্ষতিগ্রস্ত যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সহজ শর্তে বিনা সুদে কৃষি ঋণ বিতরণের দাবী উঠছে বিভিন্ন মহল থেকে।
দক্ষিণ সুনামগঞ্জের প্রায় ৩০ হাজার কৃষক ফসল হারিয়ে দিশেহারা। সন্তানদের লেখাপড়াসহ সংসার খরচ চালিয়ে পুণরায় বোরো ফসলের বীজতলা বুলা বা জমি চাষ করার জন্য পর্যাপ্ত পরিমান অর্থ তাদের হাতে নেই। তাই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, হাওর রক্ষা আন্দোলনের পক্ষ থেকে আগামী বোরো চাষের জন্য কৃষকদের মাঝে সহজ শর্তে, স্বল্পসুদে কিংবা বিনা সুদে ঋণ প্রদানের দাবী উঠছে।
এসব সংগঠনের নেতারা বলছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, হাওর বাঁচলে দেশ বাঁচবে। যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে কৃষক আর হাওরকে বাঁচাতে হবে। মাত্র একটি মহলের দূর্নীতির কারণে লাখ লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হবে তা মেনে নেওয়া যায় না। আগামী মৌসুম যাতে কৃষকরা সুষ্ঠুভাবে চাষবাস করতে পারে সে জন্য তাদেরকে সহজ শর্তে অল্প ও বিনা সুদে ঋণ দিতে হবে।
এ ব্যপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দূর্নীতি দমন কমিশন (দূদক)’র সভাপতি ও প্রবীন আওয়ামীলীগ নেতা সৈয়দ সবুর আলী বলেন, পর পর তিন বছর ধরে কৃষকরা মার খাচ্ছে। সার ও শ্রম মজুরি বেশি। এ অবস্থায় সাধারণ কৃষকরা দিশেহারা। মাঠে নেমে যে কাজ করবে সেই টাকা কৃষকদের হাতে নেই। তাই এখন আল্লাহ্ পরে সরকারই কৃষকদের একমাত্র ভরসা। সরকার যদি তাদের সহজশর্তে সুদমুক্ত ঋণ দেন তাহলে কৃষকরা একটু স্বস্তি পাবে। সরকারের কাছে একটাই দাবী করবো- কৃষকদের বাঁচান, না হলে দেশ বাঁচবে না।
হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের জেলা কমিটির সদস্য ওবায়দুল হক মিলন বলেন, কৃষকদের ঋণ দেওয়া এখন সময়ের দাবী। কৃষকদের ঘুরে দাঁড়াতে হলে এখনই তাদের ঋণ দিতে হবে। সম্পূর্ণ সুদমুক্ত ঋণ দিতে হবে। তা না হলে আগামী মৌসুমে কৃষকরা টাকার অভাবে জমিতে যেতেই পারবে না।
পশ্চিম পাগলা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান আতিক ও নোয়াখালী বাজারের বিজয় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফরিদ আহমদ বলেন, কৃষকদের ঋণ দেওয়া দরকার। তা না হলে আগামী মৌসুমে তারা জমিতে চাষ করতে পারবে না। দ্রুত সুদমুক্ত কৃষি ঋণ প্রদানের দাবী করছি।
স্বপন মিয়া নামের এক কৃষক বলেন, আমরা তো নিঃস্ব। এখন কৃষি ঋণের দিকেই থাকিয়ে আছি। টাকা নেই, ঋণ পেলেই জমিতে নামবো।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নয়ন মিয়া এ প্রসঙ্গে বলেন, বিষয়টি নিয়ে আমরাও ভাবছি। উপর মহলে এ নিয়ে আলোচনা হচ্ছে। সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের কার্যালয়ে একটি সভাও হয়েছে। কিভাবে বিষয়টি নিয়ে ইতিবাচকভাবে এগিয়ে যাওয়া যায় তা নিয়ে ভাবা হচ্ছে। সিদ্ধান্ত হলে অবশ্যই জানানো হবে।




























