দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে ইউনিয়ন পরিষদের সভা
- Update Time : ১২:০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
দক্ষিণ সুনামগঞ্জ থেকে ইয়াকুব শাহরিয়ার :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজিস্) অর্জনে ইউনিয়ন পরিষদের দায়িত্বাবলী এবং তা বাস্থবায়নে স্থানীয় পর্যায়ে কর আহরণ সংক্রান্ত্র সভা করেছে ইউনিয়ন পরিষদ।
বুধবার সকালে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি)’র সহযোগিতায় ও পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হকের সভাপতিত্বে ও পরিষদ সচিব মো. আলী হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রকৌশলী তহুরুল ইসলাম, উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শান্ত্বনা আক্তার, পরিবার পরিকল্পনা মাঠ পরিদর্শক বিপ্রেশ ভট্টাচার্য।
এসময় উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়নের বিশিষ্ট্য মুরব্বি আয়ূব উদ্দিন বুদ্ধি, নূরুল ইসলাম, ইউপি সদস্য আলী আহমদ, মকবুল হোসেন, আঞ্জব আলী, আবদুল হান্নান, ক্ষিতিশ দেবনাথ, রনজিত সূত্রধর, শওকতুল ইসলাম, কবিন্দ্র দাশ কবি, নূরুল হক সদস্যা করিমা বেগম, লাকী আক্তার, মিলন বিবি, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আসিফ ইকবাল ফয়সাল, মহিলা উদ্যোক্তা মুক্তা দেব, সমাজসেবী সৈয়দুল হক, আবদুল কাইয়ূম, অসখা বিশ্বাস, রাবেয়া বেগম, আজিজুল হক, রইজুল হক, শৈলেন দাশ, রফিকুন নেছা, রায়মা বেগম ও আসাই উদ্দিন প্রমুখ।




























