দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় মানব কল্যাণ সংস্থার ত্রাণ সামগ্রী বিতরণ
- Update Time : ০৫:২৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব শাহরিয়ার দক্ষিণ সুনামগঞ্জ থেকে :: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় মানব কল্যাণ সংস্থা’র উদ্যোগে এতিম শিশুদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় উপজেলার পাগলা বাজারে সংগঠনের কার্যালয়ের সামনে বিভিন্ন ইউনিয়নের এতিম শিশুদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর আগে ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
সংগঠনের সভাপতি মো. ময়না মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফরমান উদ্দিনের পরিচলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন মিয়া। পরে সংস্থা’র উদ্দেশ্য ও কার্যবিবরণী পাঠ করে শুনান সভাপতি মো. ময়না মিয়া।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- প্রবীন মুরব্বি সিরাজ উদ্দিন, হবু মিয়া, ব্যবসায়ী আবদুল কাইয়ূম, বাবুল মিয়া, ইতালি প্রবাসী জুয়েল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম তুরাণ, সমাজকর্মী জহিরুল ইসলাম, জানে আলম, শহিদ মিয়া, জহুর আলী, লোকমান উদ্দিন, সলিম উদ্দিন, মশুর রহমান ও আবদুল জলিল প্রমূখ।




























