তেলা মাথায় তেল : কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ
- Update Time : ০৪:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
তেলা মাথায় তেল,
রোটা মাথায় বেল,
কেঁদে কি হবে পাবে সেল,
বিচারক দিবে তোমায় জেল।
সমাজিক রীতিনীতি,
মানুষের মাঝে এত ভীতি,
মানুষে মানুষের মাঝে দ্বন্দ্ব করে সৃষ্টি,
সুযোগ পেলেই মানুষ করে কীর্তি।
সমাজে মানুষে মানুষে হানাহানি,
মানুষই দ্বন্দ্ব নিরসন করে জানি,
এক শ্রেণীর মানুষ দ্বন্দ্বকে নিয়ে করে কানা কানী,
আরেক শ্রেণীর মানুষ দ্বন্দ্বকে করে দেয় পানি।
দেখা যায় সমাজে চলছে বাড়া-বাড়ি,
অধিকাংশ মানুষে করে কাড়াকাড়ী,
সমাজপতিরা করছে পুজিগিরী,
তাতে গরীব হচ্ছে শুণ্যঘরী।
সমাজে অসহায় মানুষ কোথায়ও না পায় সহায়,
সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে তার জুতা খোয়ায়,
অসহায় মানুষ সমাজপতিদের মধুর শান্তনায়,
বার বার শান্তি পাওয়ার জন্য তাদের কাছে ছুটে যায়,
আহারে জীবন চলে গেলে কি আর তাদের শান্তি আয়,
চার দিকে হাহাকার কাঁদিতে কাঁদিতে জীবন চলে যায়।
অসহায়ের আর্তনাদে আকাশ বাতাশ বাড়ি হয়,
তাদের বিরহে কিছু সমাজপতিরা হাঁসে আর কাঁদে উল্লাসে মেতে যায়।
লেখক: সভাপতি- শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।




























