০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তাহাজ্জুদ নসীবের ব্যাপার : শাহ মমশাদ আহমদ

  • Update Time : ০২:৫৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

হযরত হাসান বসরিকে (রহঃ) জিজ্ঞাসা করা হল, তাহাজ্জুদ আদায়কারীদের চেহারায় নুর দেখা যায় কেন?
তিনি বললেন, তাঁরা রাতের নির্জনে আল্লাহর দরবারে নিজেদের চেহারা নত করেন, আর আল্লাহ তাদের চেহারা আলোকিত করে দেন। এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হল। কিভাবে তাহাজ্জুদ নাসিব হবে? তিনি বললেন, দিনের বেলা আল্লাহর অবাধ্যতা ছেড়ে দাও, রাতে তাহাজ্জুদ নসিব হবে। হযরত সুফিয়ান সাওরি বলেন, আমার একটি গুনাহের কারণে পাচ মাস যাবত তাহাজ্জুদ নসিব হয়নি। এক যুবককে দেখেছিলাম, মসজিদে দোয়ায় কান্নাকাটি করছে, আমার মনে এসেছিল হয়তো সে রিয়া (লোক দেখানো) করছে, সামান্যতম মন্দ ধারণার কারণে আল্লাহ আমাকে তাহাজ্জুদ থেকে মাহরুম করে দেন। হে আল্লাহ! এখলাসের সাথে নেক আমলের তাওফিক দাও। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

তাহাজ্জুদ নসীবের ব্যাপার : শাহ মমশাদ আহমদ

Update Time : ০২:৫৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১

হযরত হাসান বসরিকে (রহঃ) জিজ্ঞাসা করা হল, তাহাজ্জুদ আদায়কারীদের চেহারায় নুর দেখা যায় কেন?
তিনি বললেন, তাঁরা রাতের নির্জনে আল্লাহর দরবারে নিজেদের চেহারা নত করেন, আর আল্লাহ তাদের চেহারা আলোকিত করে দেন। এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হল। কিভাবে তাহাজ্জুদ নাসিব হবে? তিনি বললেন, দিনের বেলা আল্লাহর অবাধ্যতা ছেড়ে দাও, রাতে তাহাজ্জুদ নসিব হবে। হযরত সুফিয়ান সাওরি বলেন, আমার একটি গুনাহের কারণে পাচ মাস যাবত তাহাজ্জুদ নসিব হয়নি। এক যুবককে দেখেছিলাম, মসজিদে দোয়ায় কান্নাকাটি করছে, আমার মনে এসেছিল হয়তো সে রিয়া (লোক দেখানো) করছে, সামান্যতম মন্দ ধারণার কারণে আল্লাহ আমাকে তাহাজ্জুদ থেকে মাহরুম করে দেন। হে আল্লাহ! এখলাসের সাথে নেক আমলের তাওফিক দাও। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ