ঢাকায় গ্রেফতার হলেন তাহিরপুরের ব্যবসায়ী রতন মিয়া
- Update Time : ০২:২৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আল হেলাল, সুনামগঞ্জ :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী যাদুকাটা নদী বালি মহাল ও বিআইডব্লিউটি এর সাবেক ইজারাদার রতন মিয়াকে গ্রেফতার করেছে ঢাকার মিরপুর শাহ আলী থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাত ১২টায় মিরপুর এলাকার বাসভবন থেকে মিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। ইজারাদার রতন মিয়াকে গত বছরের ৪ঠা আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সুনামগঞ্জের আদালতে দায়েরকৃত দ্রæতবিচার আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মিরপুর শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম আজম। এদিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় এফআইআরকৃত মামলার আসামী রতন মিয়ার গ্রেফতারের সংবাদে বুধবার রাতেই সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আরিফ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঢাকার উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করেছে বলে নিশ্চিত করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম। অন্যদিকে ইজারাদার রতন মিয়ার গ্রেফতারের সংবাদে তার পক্ষে বিপক্ষে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে সুনামগঞ্জে। একপক্ষ বলছেন যে মামলায় তিনি আটক হলেন সেই মামলায় বর্ণিত অপরাধের সাথে তার কোন সম্পৃক্ততা নেই। আরেক পক্ষ বলছেন,ব্যবসায়ীক দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষের বলির পাঠা হয়েছেন এই ব্যবসায়ী। জানা যায়,৪ মাস পূর্বে যাদুকাটা নদীর বালি লুটতরাজ, নদীর তীর কাটাসহ বিভিন্ন অভিযোগে একজন সাংবাদিক জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অভিযোগ উত্থাপন করলে উক্ত ইজারাদার রতন মিয়া ক্ষুব্ধ হয়ে ঐ সাংবাদিকের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা সদরের প্রায় ২৫ জন প্রতিপক্ষ সাংবাদিককে মোটা অংকের টাকায় বাধ্য বশীভূত করে নানাভাবে বেকায়দায় ফেলার চেষ্টা করে। শেষ পর্যন্ত কালো টাকায় পোষ্য সাংবাদিকরাই তাকে দীর্ঘদিন যাবৎ নজরদারীর মধ্যে রেখে থানা পুলিশে ধরিয়ে দেয়। রতনের পরিবারের লোকজন বলেন,শহরের কয়েকজন সাংবাদিক প্রায়ই বিমানের ফ্লাইটে ঢাকায় তার কাছে নিয়মিত আসা যাওয়া করতো। এদের মধ্যে কে পক্ষে আর কে বিপক্ষে তা বুঝা মুশকিল ছিল।



























