জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি বিএনপির
- Update Time : ০২:২৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
৩ জুলাই দেশব্যাপী (জেলা পর্যায়ে) ড্যাবের উদ্যোগে রক্তদান কর্মসূচি। ৫ জুলাই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ধানমন্ডি ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্ট। ৯ জুলাই বিএনপি নেত্রী ফারজানা পুতুল ও ‘মায়ের ডাকের’ সানজিদা তুলির তত্ত্বাবধায়নে সেমিনার।
১১ জুলাই জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১২ জুলাই ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। ১৪ জুলাই শহীদ মিনারে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে অনুষ্ঠান।
১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ছাত্রদলের উদ্যোগে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান। ১৬ জুলাই ছাত্রদলের উদ্যোগে শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাঈদের স্মরণে চট্টগ্রাম ও রংপুরে ছাত্র সমাবেশ।
১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদলের উদ্যোগে আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে স্মরণসভা। ১৮ জুলাই ওলামা দলের উদ্যোগে দেশব্যাপী দোয়া মাহফিল, দেশব্যাপী মৌন মিছিল ও কালো ব্যাজ ধারন।
১৯ জুলাই বসুন্ধরার আইসিসিবি কনভেনশন সেন্টারে ‘গণঅভ্যুত্থান ২০২৪ এ বেসরকারি বিশ্ববিদ্যালয়’ শীর্ষক বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভা। ২০ জুলাই সবুজ পলবে স্মৃতি অম্লান (শহীদ জিয়া উদ্যান ও সারাদেশে বৃক্ষরোপণ), কৃষক দল ও আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে শহীদ জিয়া উদ্যান ও সারাদেশে এ কর্মসূচি পালন করা হবে। গাছে শহীদদের নাম লেখা থাকবে। ২১ জুলাই গণঅভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা সভা। ২২ জুলাই মহিলা দলের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক কর্মসুচি।
২৩ জুলাই শাহবাগে ‘জুলাইয়ে লাশের সারি’ শীর্ষক প্রতীকী স্মৃতিস্তম্ভ প্রদর্শন এবং দৃক গ্যালারিতে ফ্যাসিস্ট কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হবে।
২৬ জুলাই মানিক মিয়া অ্যাভিনিউতে ‘রোড টু জুলাই’ শিরোনামে গ্রাফিতি অঙ্কন ও গণসংগীত পরিবেশন অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৭ জুলাই বিভাগীয় পর্যায়ে গ্রাফিতি অঙ্কন ও গণসংগীত পরিবেশন কর্মসূচি পালিত হবে।
২৮ জুলাই স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে পানি ও ডোবা পরিষ্কারের কর্মসূচি এবং মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ‘গণতান্ত্রিক পথযাত্রায় শিশু’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হবে। ৩১ জুলাই আইনজীবী ফোরামের উদ্যোগে কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত হবে।
আগামী ২ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ‘পালাব না, কোথায় পালাব? শেখ হাসিনা পালায় না’ শীর্ষক পথনাটক এবং উত্তরা, রামপুরা, মিরপুর ও যাত্রাবাড়ীতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।
৩ আগস্ট ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশের আয়োজন করা হবে। ৪ আগস্ট যুবদলের উদ্যোগে কর্মসূচি নেওয়া হবে। সর্বশেষ ৬ আগস্ট বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে বিজয় মিছিল করা হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, দপ্তরে সংযুক্ত বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, ‘মায়ের ডাকের’ সমন্বয়কারী সানজিদা তুলি প্রমুখ।





























