০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সিলেবাস থেকে ইসলামী শিক্ষা বাদ দেয়ার ষড়যন্ত্র চলছে : শাহ মমশাদ আহমদ

  • Update Time : ০৫:২০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

প্রকাশ্যে মদের লাইসেন্স দেয়ার আইন হচ্ছে। কাদিয়ানীরা মাথাচাড়া দিয়ে উঠছে। অসংখ্য আলেম এখনো কারাগারে বন্দি। খৃষ্টান মিশনারী তৎপরতা উদ্বেগ জনক। এমনি নাজুক মুহুর্তে আমরা আছি মাসলাক ও ফেরকাবাজিতে লিপ্ত।ইসলামের উপর আঘাত বরদাশত হয়,কিন্তু নিজের পছন্দের আলেম ও ফেরকার বিরুদ্ধে সামান্য কটাক্ষ হলে আমাদের মাথায় রক্ত উঠে। ক্ষমতাসীনরা সরকার বিরুধীতাকে রাষ্ট্রদ্রোহীতা ভাবে আর আমরা মাসলাক বিরুধীতাকে ইসলাম বিরুধীতা ভাবি! ঝাড়ুর শলাগুলো একত্রিত থাকার কারণেই রাস্তার ময়লা আবর্জনা দূরীভূত করে।একটি-দুটি শলা পৃথক হলে নিজেই আবর্জনায় রুপান্তরিত হয়। ওয়ারিসুল আম্বিয়া হিসেবে আলেম-উলামার ঐক্য যত সুদৃঢ় হবে সমাজ-রাষ্ট্রের অসংগতি-অশ্লীলতা তত বেশি দুরীভুত হবে, নচেৎ অনৈক্যের কারণে নিজেরাই সমাজের বোঝা হিসেবে চিহ্নিত হতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা আর মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়া ছিল আলেম-উলামার ঐতিহ্য, অতিতে ফেরকা ও মাসলাকতা পরিহার করে ওলামায়ে কেরাম নজির রেখেছেন কিন্তু কালক্রমে সেই ঐতিহ্য হয়ে পড়েছে পিয়াজের মত। ঐতিহ্যের কথা স্মরণ হলে চোখ দিয়ে পানি ঝরে। বলতে ইচ্ছে করে, হে আলেম উলামা! এদেশে একসময় তোমাদের মেরুদণ্ড ছিল! হে আল্লাহ! তোমার দ্বীনের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তাওফিক দাও। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জাতীয় সিলেবাস থেকে ইসলামী শিক্ষা বাদ দেয়ার ষড়যন্ত্র চলছে : শাহ মমশাদ আহমদ

Update Time : ০৫:২০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২

প্রকাশ্যে মদের লাইসেন্স দেয়ার আইন হচ্ছে। কাদিয়ানীরা মাথাচাড়া দিয়ে উঠছে। অসংখ্য আলেম এখনো কারাগারে বন্দি। খৃষ্টান মিশনারী তৎপরতা উদ্বেগ জনক। এমনি নাজুক মুহুর্তে আমরা আছি মাসলাক ও ফেরকাবাজিতে লিপ্ত।ইসলামের উপর আঘাত বরদাশত হয়,কিন্তু নিজের পছন্দের আলেম ও ফেরকার বিরুদ্ধে সামান্য কটাক্ষ হলে আমাদের মাথায় রক্ত উঠে। ক্ষমতাসীনরা সরকার বিরুধীতাকে রাষ্ট্রদ্রোহীতা ভাবে আর আমরা মাসলাক বিরুধীতাকে ইসলাম বিরুধীতা ভাবি! ঝাড়ুর শলাগুলো একত্রিত থাকার কারণেই রাস্তার ময়লা আবর্জনা দূরীভূত করে।একটি-দুটি শলা পৃথক হলে নিজেই আবর্জনায় রুপান্তরিত হয়। ওয়ারিসুল আম্বিয়া হিসেবে আলেম-উলামার ঐক্য যত সুদৃঢ় হবে সমাজ-রাষ্ট্রের অসংগতি-অশ্লীলতা তত বেশি দুরীভুত হবে, নচেৎ অনৈক্যের কারণে নিজেরাই সমাজের বোঝা হিসেবে চিহ্নিত হতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা আর মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়া ছিল আলেম-উলামার ঐতিহ্য, অতিতে ফেরকা ও মাসলাকতা পরিহার করে ওলামায়ে কেরাম নজির রেখেছেন কিন্তু কালক্রমে সেই ঐতিহ্য হয়ে পড়েছে পিয়াজের মত। ঐতিহ্যের কথা স্মরণ হলে চোখ দিয়ে পানি ঝরে। বলতে ইচ্ছে করে, হে আলেম উলামা! এদেশে একসময় তোমাদের মেরুদণ্ড ছিল! হে আল্লাহ! তোমার দ্বীনের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তাওফিক দাও। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ