জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে অবহিতকরণ সভা
- Update Time : ০৬:৩৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
- / ৩৯ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় জেলার শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে ঝিলমিল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার রাষ্ট্রকে সংস্কার করতে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব করেছেন। প্রস্তাবগুলো যদি ভালো মনে করেন তাহলে হ্যাঁ, ভালো মনে না করলে না তে ভোট দিবেন। তবে দেশে পরিবর্তন দরকার। পরিবর্তন করতে হলে আমাদের অবশ্যই হ্যাঁ-কে বেচে নিতে হবে। একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল ও অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। এসময় বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।





















