জাতির পিতার আর্দশ লালন করে কাজ করতে হবে- এম এ মান্নান
- Update Time : ১০:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম, এ মান্নান বলেছেন, আওয়ামীলীগ একটি আর্দশ দল। এ দলে কাজ করতে হলে জাতির পিতার আর্দশ লালন করে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলীয় শৃংখলা মেনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে দলীয় নেতাকর্মীদের কাজ করার জন্য আহবান জানান। ১৭ মার্চ শুক্রবার জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আতাউর রহমান, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভূইয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, জগন্নাথপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জেলা পরিষদের সদস্য মাহতাব হোসেন সমুজ, জগন্নাথপুর পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, যুক্তরাজ্য প্রবাসি আওয়ামীলীগ নেতা আকমল খান, আব্দুল তাহিদ, উপজেলা কৃষকলীগ সভাপতি আফসর উদ্দিন ভূইয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, পৌর প্যানেল মেয়র শফিকুল হক, আওয়ামীলীগ নেতা ইলিয়াস আলী, হাজী জমশেদ মিয়া, হাজী সুন্দর আলী, আব্দুল তাহিদ, আবু কয়েস ইছরাইল, সৈয়দ মনোয়ার আলী, ছদরুল ইসলাম, আলাউদ্দিন, মতছির আলী মনু মিয়া, ফখরুল ইসলাম, সুন্দর আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি ফজরুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা রমজান আলী ছানা, আকমল হোসেন ভ’ইয়া, কয়ছর রশিদ, কামরুল বক্স, কবির আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি শাহ শাহেদ, সেক্রেটারী রুমেন অাহমদ, সহ-সভাপতি মুরাদ অাহমদ, সহ-সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, আজমল হোসেন মিঠু, যুগ্ম সাধারন সম্পাদক অাব্দুল মুকিত, তানভির অাহমদ, জসির উদ্দিন, প্রমুখ।




























