জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের কমিটি গঠন: বিভিন্ন সংগঠনের অভিনন্দন
- Update Time : ০৯:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
৯ জুলাই রবিবার জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের এক সধারণ সভা পূর্ব লন্ডনের ফোর্ডস্কোয়ারে অনুষ্টিত হয় । সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জমিয়তের সভাপতি মুফতি আব্দুল হান্নান সাহেব, পরিচালনায় ছিলেন কেন্দ্রিয় মহাসচিব মাওলানা সৈয়দ মোশাররাফ আলী। বিপুল সংখ্যক কর্মীবৃন্দের উপস্থিতিতে উক্ত সভায় কেন্দ্রীয় জমিয়তের পূর্ব সিদ্ধান্ত অনুয়ায়ী সর্বসম্মতি ক্রমে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের তত্ত্বাবধানে “জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে’’ শাখা কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন:
জনাব মাওলানা ক্বারী আব্দুল করীম সাহেব, লন্ডন. জনাব মাওলানা হাফিজ শামছুল হক সাহেব লন্ডন, মাওলানা মোস্তফা আহমদ সাহেব লন্ডন, শায়খুল হাদীস জনাব মাওলানা ইমদাদুল হক সাহেব অলছল, মাওলানা জমশেদ আলী সাহেব লন্ডন, মাওলানা তহুর উদ্দীন সাহেব লন্ডন, মাওলানা বশীর উদ্দীন সাহেব লন্ডন, হাফিজ মাওলানা সিরাজুল ইসলাম সাহেব লিভারপুল, মাওলানা খলীলুর রহমান সাহেব স্কানথ্রপ, মাওলানা আব্দুর রহমান সাহেব হল, হাফিজ শায়েখ সৈয়দ ইমাম উদ্দীন সাহেব সান্ডারল্যান্ড, মাওলানা আব্দুল গাফ্ফার সাহেব লন্ডন, মাওলানা হামিদুর রহমান হিলাল সাহেব নিউকাসল,
“জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের কেন্দ্রীয় কার্যকরী কমিটি”
সভাপতি : মুফতি শায়েখ সাইফুল ইসলাম সাহেব, ব্রাডফোর্ড. সহ:সভাপতি মাওলানা আব্দুল আজিজ সিদ্দীক্বী সাহেব, মিল্টনকিংস, মাওলানা এখলাছুর রহমান সাহেব, বার্মিংহাম, মুফতি জিল্লুল হক সাহেব, লুটন, সৈয়দ আশরাফ আলী সাহেব, লন্ডন, হাফিজ মাওলানা মুবারক আলী সাহেব, লন্ডন, মাওলানা শায়েখ আবু তাহের ফারূক্বী সাহেব,লিড্স, মুফতি মওসূফ আহমদ সাহেব, লন্ডন, মাওলানা আবু সায়ীদ কামালী সাহেব, সেফিল্ড. মুফতি জুনেদ আহমদ সাহেব, অল্ডহাম, মাওলানা গোলাম কিবরিয়া সাহেব, লন্ডন, মাওলানা আব্দুছ ছালাম সাহেব, ব্রাডফোর্ড, ক্বারী আব্দুল হাফিজ সাহেব, বার্মিংহাম, মাওলানা আব্দুর রব সাহেব, সারে, সাধারণ সম্পাদক : মাওলানা মামনূন মহি উদ্দীন, লন্ডন, যুগ্ম সম্পাদক: মাওলানা এখলাছুর রহমান বালাগন্জী, ব্রাডফোর্ড, সহ:সম্পাদক: মাওলানা ছাদিকুর রহমান, অল্ডহাম. হাফিজ মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ, বার্মিংহাম. মাওলানা হাফিজ সৈয়দ জুনায়েদ আহমদ, রচডেল. মাওলানা আব্দুল ক্বাইয়ূম কামালী, অল্ডহাম. মাওলানা জয়নাল আবিদীন, প্রেষ্টন. মাওলানা মুখলিছুর রহমান, নিউকাসল. সাংগঠনিক সম্পাদক: মাওলানা জসিম উদ্দীন, লন্ডন. সহ: সম্পাদক: মাওলানা হুসাইন আহমদ, লন্ডন. মাওলানা ইনাম উদ্দীন, লন্ডন. মাওলানা মোহাম্মদ জাকারিয়া, বার্মিংহাম. মাওলানা ইমদাদুল হক, অল্ডহাম. কোষাধ্যক্ষ: মুফতি বুরহান উদ্দীন, লন্ডন. সহকারী: মাওলানা লুতফুর রহমান, লন্ডন. প্রচার সম্পাদক: মাওলানা সামছুল হক ছাতকী, লন্ডন. সহ:সম্পাদক: মাওলানা শায়েখ নূরে আলম হামিদী, অলসল. আলহাজ জামিল বদরুল সান্ডওয়াল. হাফিজ মাওলানা জিয়াউল ইসলাম, সান্ডারল্যান্ড. মাওলানা কামাল উদ্দীন আজহারী, লন্ডন. যুব বিষয়ক সম্পাদক: মুফতি আজিম উদ্দীন, লন্ডন. সহ:কারী: হাফিজ আব্দছ ছাওÍার, লুটন. হাফিজ মাওলানা নাসির উদ্দীন, লন্ডন. মৌ: ক্বামরুল ইসলাম, সান্ডওয়াল. সাহিত্য ও তামাদ্দুন বিষয়ক সম্পাদক: মুফতি লুৎফুর রহমান, লন্ডন. সহকারী: মাওলানা মাহফুজ আহমদ, লন্ডন. মাওলানা হাফিজ ক্বারী মুদ্দছিছর আনওয়ার, অলসল. মুফতি ফখরুল ইসলাম, লুটন.
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: হাফিজ মাওলানা আব্দুল ক্বাইয্যূম মাদানী, লন্ডন. সহকারী: হাফিজ মাওলানা ফখরুজ্জামান, লুটন. হাফিজ মাওলানা আমিনুল ইসলাম, অল্ডহাম. মাওলানা কামাল উদ্দীন, সান্ডারল্যান্ড. সমাজ সেবা বিষয়ক সম্পাদক : হাফিজ মোস্তাক আহমদ, লন্ডন. মাওলানা নাজিরুল ইসলাম, লন্ডন. মাওলানা ফুজায়েল আহমদ, লন্ডন. আলহাজ শায়েস্তা মিয়া, লন্ডন.
সদস্য: মাওলানা মুস্তাফিজুর রব চৌধূরী বার্ণলী, শায়েখ সৈয়দ মু‘য়াজ কিডারমিনিস্টার, মৌ: জালাল উদ্দীন লিডস, আলহাজ হারুন আহমদ, হাফিজ আব্দুল আলীম নর্থহাম্পটন, হাজি নূরুল হক মিল্টন কিংস, আলহাজ আব্বাস মিয়া হেকনী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন জামিয়া দারুস্সুন্নাহ গলমুকাপন ছাত্র সংসদের প্রাক্তন সেক্রেটারী জেনারেল মাওলানা আনিসুর রহমান ও ওসমানী নগর ছাত্র মজলিসের সভাপতি মুজাক্কির আহমেদ নাজু, ওসমানী নগর ছাত্র মজলিসের মাওলানা সাইফুদ্দিন মাজমুন, মাওলানা মুজাম্মিল হক , ওসমানপুর ইউপি খেলাফত মজলিস এর সভাপতি মাওলানা শাহিনুল হক প্রমুখ।




























