জগন্নাথপুর পৌরসভার ১নং ওয়ার্ড জমিয়তের কাউন্সিল সম্পন্ন
- Update Time : ১২:৪৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজেকে সুনাগরিক হিসেবে প্রতিষ্টিত করতে জমিয়তের সদস্য হওয়ার বিকল্প নেই-
মাওলানা জয়নাল আবেদীন
জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের যুগ্ম মহাসচীব জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জননেতা মাওলানা জয়নাল আবেদীন বলেছেন, নিজেকে সুনাগরিক হিসেবে প্রতিষ্টিত করতে জমিয়তের সদস্য হওয়ার বিকল্প নেই।
তিনি ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব জগন্নাথপুর পৌর শহরের ভবের বাজারে জগন্নাথপুর পৌরসভার ১নং ওয়ার্ড জমিয়তের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাওলানা আশিকুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মুতিউর রহমানের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌর জমিয়তের সেক্রেটারী মাওলানা হাশমত উল্লাহ খান।
সভায় সর্বসম্মতি ক্রমে, নিম্নবর্ণিত ব্যক্তিদের নিয়ে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বশিলরা হলেন, সভাপতি হাফিজ আব্দুর রহিম, সহ সভাপতি ক্বারী গিয়াস উদ্দীন,
সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক দিলওয়ার আলী, যুব বিষয়ক সম্পাদক মো. হাসান আলী,
প্রচার সম্পাদক:- মো. জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ আব্দুল মালিক, ছাত্রবিষয়ক সম্পাদক আলীনুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি


























