জগন্নাথপুর কৃষক জনতা ঐক্য পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০২:৫০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জে অকাল বন্যা ও পাহাড়ি ঢলে পানি উন্নয়ন বোর্ডের ফসলরক্ষা বাঁধ ভেঙে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পর জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে জগন্নাথপুর কৃষক জনতা ঐক্য পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ জগন্নাথপুর কৃষক জনতা ঐক্য পরিষদের কেন্দ্রিয় কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা সাংবাদিক মাসুম আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব জামিল আহমদের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো. দবির মিয়া, জিতু মিয়া, আব্দুল আহাদ, মফজ্জল মিয়া, আবু তাহের, আশিক মিয়া, লিটন মিয়া, নুরুছ মিয়া, ছায়াদ মিয়া, দিলাল মিয়া, আছদ্দর মিয়া, হানিফ মিয়া, ময়ুর মিয়া, আলমগীর হোসেন, আবু খালেদ, কবির মিয়া, আব্দুর রহমান, দিলু মিয়া, লালাউর রহমান, আব্দুল করিম দিলদার, সোহেল আমীন, বজলুর রশীদ, নূরুল হুদা, আবুল হাসনাত প্রমুখ।
সভাপতির বক্তব্যে সাবেক ছাত্রনেতা সাংবাদিক মাসুম আহমদ বলেন, বছরের একটি মাত্র ফসল পানিতে তলিয়ে যাওয়ার পর সুনামগঞ্জের কৃষকরা আজ দিশেহারা। তাঁদের বাঁচাতে অবিলম্বে জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবী জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন।
তিনি আরও বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির যেসব অভিযোগ ওঠেছে তার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইননানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় কৃষক জনতা ঐক্য পরিষদ আন্দোলনে যেতে বাধ্য হবে। সংবাদ বিজ্ঞপ্তি




























