জগন্নাথপুরে স্কুল ছাত্র বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার
- Update Time : ১১:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":41775,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে মোঃ শায়েস্তা মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ থেকে জানা গেছে, রোববার (৬ জুলাই) রাত ৮টার দিকে অভিযুক্ত শায়েস্তা মিয়া স্কুল ছাত্রকে ডেকে নিয়ে বলাৎকার করে। স্কুল ছাত্রের পিতা আজ সোমবার (৭ জুলাই) সকালে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর জগন্নাথপুর থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে এসআই মোঃ হাদী আব্দুল্লাহ’র সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের মোঃ হারিছ আলীর ছেলে ৪র্থ শ্রেণীর ১০ বছরের এক স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত মোঃ শায়েস্তা মিয়াকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বলাৎকারের অভিযোগে গ্রেফতারকৃত শায়েস্তা মিয়াকে আজ সোমবার (৭ জুলাই) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




























