জগন্নাথপুরে সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের জেনারেল মিটিং এবং ডিনার পার্টি অনুষ্ঠিত
- Update Time : ০১:২৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের জেনারেল মিটিং এবং ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সমিতির উপদেষ্টা সৈয়দ শহীদুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সৈয়দ আমীরুল ইসলাম আনা। পরাচালনায় ছিলেন সমিতির জেনারেল সেক্রেটারি সৈয়দ শফর আলী। সমিতির সভাপতি সৈয়দ জিল্লুল হক উপস্থিত সকলকে স্বাগত জানান এবং উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তব্যের শুরুতে সভাপতি সমিতির নামে নতুন একাউন্ট অপেন হয়েছে তা একটি খুশির সংবাদ সকলকে অবহিত করেন। সমিতির সভাপতি বক্তব্যে বিগত ইসি মিটিং এবং জেনারেল মিটিং এ প্রস্তাবিত তিনটি কর্মপরিকল্পনা এজেন্ডার মাধ্যমে সকলের পরামর্শ ও এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য সুপারিশ করলে তিনটি বিষয়ে বিস্তারিত সুপারিশ ও আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গৃহীত সিদ্ধান্ত: ১/ নতুন সদস্য ফি নির্ধারণ এবং নতুন পুরানো সকল সদস্যে সমিতির ফান্ডের জন্য মাসিক ফি নির্ধারণ করা হয়। ২/ সৈয়দপুর হাফিজিয়া টাইটেল মাদ্রাসার জন্য বার্ষিক অনুদান প্রদান করতে সকলে সম্মত হন। এজন্য সভাপতি ও সেক্রেটারীসহ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন হয়। ৩/ বিগত দিনে সৈয়দপুর গ্রামে সমিতির পক্ষ হতে ফ্রি হেলথ সার্ভিস চালু ছিলো। হেলথ সার্ভিস আবার পুনরায় চালু করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি কবি ও সংগঠক আহমদ কুতুব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার মোহাম্মদ রফিকুল বারী, জগন্নাথপুর ইসলামী সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা সৈয়দ সালেহ আহমদ, ইনাত নগর ক্রীড়া সংগঠক ইসলামী চিন্তাবিদ আব্দুল আহাদ, সকলের প্রিয় সুপরিচিতজন সৈয়দ জামান নাসের, সুনামগঞ্জ-৩ আসনে সম্ভাব্য সংসদ পদপ্রার্থী মাওলানা সৈয়দ তামীম আহমদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ আসাদ মিয়া, ইসলামী সোসাইটির অন্যতম সদস্য সৈয়দ সিরাজ আলী, সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের উপদেষ্টা
সৈয়দ আমিরুল ইসলাম আনা, সৈয়দ নুরুল আমীন, যুগ্ম সম্পাদক সৈয়দ বিলাল আহমদ, সৈয়দ হামজা মিয়া প্রমুখ। মিটিং এর বিরতির ফাঁকে রখমারী খাবার এবং ডিনার হয়। এসময় ছিলো দেশ বিদেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক আলোচনার সাথে নিজ জীবনের বিভিন্ন যত খুশ গল্প, এটি যেনো প্রবাস জীবনের পরিবার ও কর্ম জীবনের এক শান্তির অনুভূতি প্রকাশের অবসর। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সমিতির সকল উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাওয়া এবং উৎসাহ প্রকাশ করেন। দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

























