জগন্নাথপুরে সার্কেল ২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বিডির খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ১২:২৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":2924,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":0}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্যে বসবাসকারী সার্কেল ২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বিডির পক্ষ থেকে অসহায়- দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শরিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের জনতা বাজার- মার্কেটে সার্কেল ২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বিডির পক্ষ থেকে দেড় শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এলাকার বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী হাজী আনছার মিয়ার সভাপতিত্বে ছাত্রনেতা আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমাজ সেবক আব্দুল হফ্ফার, কাজল মিয়া, সোহেল মিয়া, রাজা জিম্মাদার, মাওলানা কারি আব্দুল তাহিদ, ফয়জুল ইসলাম, তাজুল জিম্মাদার, মখলিছ মিয়া, সোহেল মেম্বার, লুলু জিম্মাদার, শাহিনুর রহমান, আহমদ, শায়খুল ইসলাম, সেলিম আহমদ, খলিল আহমদ, আব্দুল লতিফ, সাজ্জাদুর রহমান, সুমেন আহমদ, শামছুল ইসলাম, কামরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ থেকে সার্কেল ২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বিডির খাদ্য সামগ্রী বিতরণে এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের এ আয়োজন আগামিতে অব্যাহত রাখার আহবান জানান।




























