জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় শফু আহমদ জেল হাজতে
- Update Time : ১১:৩৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘটিত এক মারামারির মামলায় ১ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালত আসামীর জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো আসামি হলেন, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (পশ্চিমপাড়া) গ্রামের ছাদিকুর রহমানের ছেলে শফু আহমদ (২৮)। জানা যায়, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (পশ্চিমপাড়া) গ্রামে গত ৫ ফেব্রুয়ারি দুই পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়। ৭ ফেব্রুয়ারি এ ঘটনায় জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আব্দুল মানিকের ছেলে আব্দুল কাদির বাদী হয়ে ৭জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালত আসামী শফু আহমদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

























