জগন্নাথপুরে শাহিনুর পাশা চৌধুরীকে রিক্সা মার্কায় বিজয়ী করতে গ্রামবাসী ঐক্যবদ্ধ
- Update Time : ০৮:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১০ দলীয় জোটের সমর্থিত প্রার্থী সাবেক এমপি, এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর সমর্থনে গ্রামবাসীর উঠান বৈঠকে রিক্সা মার্কায় শাহীনুর পাশা চৌধুরীকে ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে বিজয়ী করতে এবার গ্রামবাসী ঐক্যবদ্ধ রয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টায় জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের নিজ গ্রামবাসীর উদ্যোগে শাহীনুর পাশা চৌধুরীর রিক্সা মার্কার সমর্থনে হাজারো মানুষের উপস্থিতিতে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পাশা চৌধুরীর রিক্সা মার্কার সমর্থনে বৈঠকে নিজ গ্রামের সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন। বৈঠকে আগামি ১২ ফেব্রুয়ারি শাহীনুর পাশা চৌধুরীকে রিক্সা মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করতে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়েছেন। গ্রামের বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব আব্দুল মুকিত চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফের পরিচালনায় অনুষ্ঠিত রিক্সা মার্কার সমর্থনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১০ দলীয় জোটের সমর্থিত প্রার্থী এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক মুফতি আকমল হোসেন, বর্তমান ইউপি সদস্য আবু সালেক, আলী হোসেন, সফু মিয়া, খুরশেদ মিয়া প্রমুখ।




























