১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে রিক্সা মার্কার সমর্থনে বিশাল শোডাউনে শাহীনুর পাশা চৌধুরীকে নির্বাচিত করার আহবান

  • Update Time : ০৭:২০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক এমপি এডভোকেট মাওঃ শাহীনুর পাশা চৌধুরীর সমর্থনে এক বিশাল রিক্সা মার্কার শোডাউন অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক অংশগ্রহণে আয়োজিত এই শোডাউন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সাড়ে ১১ টার দিকে রিক্সা মার্কার সমর্থনে শোডাউনটি জগন্নাথপুর পৌর এলাকার শান্তিনগর বাজার থেকে যাত্রা শুরু করে জগন্নাথপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে হাসপাতাল পয়েন্ট, ভবের বাজার, সৈয়দপুর বাজার হয়ে শাহারপাড়া বাজারে গিয়ে রিক্সা মার্কার সমর্থনে এক সমাবেশে মিলিত হন। শত শত রিক্সা এতে অংশ নেয়, যা পুরো এলাকায় উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। জগন্নাথপুর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুনঈম শাহীন কামালীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রী নায়বে আমীর, সুনামগঞ্জ- ৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক এমপি এডভোকেট মাওঃ শাহিনুর পাশা চৌধুরীর। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাওঃ শাহীনুর পাশা চৌধুরী বলেন “জনগণের আস্থা ও নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠায় রিকশা মার্কার প্রার্থীরাই যোগ্য। সুনামগঞ্জ- ৩ আসনের এই এলাকার মানুষই আমার শক্তি। আমি রাজনীতি করি সেবার জন্য, দায়িত্ব ও উন্নয়নের ভিত্তিতে। জনগণের অধিকার রক্ষা, এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি- এগুলোই আমার প্রধান অঙ্গীকার।” তিনি আরও বলেন, “রিকশা মার্কা শুধু একটি প্রতীক নয়- এটি সৎ নেতৃত্ব, ন্যায়বিচার ও জনসেবার প্রতিশ্রুতি। আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়া আমাকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার উপদেষ্টা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, উপজেলার সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সাধারণ সম্পাদক মুফতি আকমল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ প্রমুখ। স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, তরুণ ভোটার ও সাধারণ মানুষ সহ বিপুল সংখ্যক সমর্খকরা উপস্থিত ছিলেন। বক্তারা সবাইকে রিকশা মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্লোগানের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিকশা মার্কার প্রার্থী এডভোকেট মাওঃ শাহীনুর পাশা চৌধুরীকে নির্বাচিত করার আহবান জানান। একই সঙ্গে ৮ দলীয় জোটের মনোনীত প্রার্থীর পক্ষে জনসমর্থনের ধারাবাহিকতা বজায় রাখার বার্তাও দেওয়া হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে রিক্সা মার্কার সমর্থনে বিশাল শোডাউনে শাহীনুর পাশা চৌধুরীকে নির্বাচিত করার আহবান

Update Time : ০৭:২০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক এমপি এডভোকেট মাওঃ শাহীনুর পাশা চৌধুরীর সমর্থনে এক বিশাল রিক্সা মার্কার শোডাউন অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক অংশগ্রহণে আয়োজিত এই শোডাউন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সাড়ে ১১ টার দিকে রিক্সা মার্কার সমর্থনে শোডাউনটি জগন্নাথপুর পৌর এলাকার শান্তিনগর বাজার থেকে যাত্রা শুরু করে জগন্নাথপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে হাসপাতাল পয়েন্ট, ভবের বাজার, সৈয়দপুর বাজার হয়ে শাহারপাড়া বাজারে গিয়ে রিক্সা মার্কার সমর্থনে এক সমাবেশে মিলিত হন। শত শত রিক্সা এতে অংশ নেয়, যা পুরো এলাকায় উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। জগন্নাথপুর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুনঈম শাহীন কামালীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রী নায়বে আমীর, সুনামগঞ্জ- ৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক এমপি এডভোকেট মাওঃ শাহিনুর পাশা চৌধুরীর। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাওঃ শাহীনুর পাশা চৌধুরী বলেন “জনগণের আস্থা ও নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠায় রিকশা মার্কার প্রার্থীরাই যোগ্য। সুনামগঞ্জ- ৩ আসনের এই এলাকার মানুষই আমার শক্তি। আমি রাজনীতি করি সেবার জন্য, দায়িত্ব ও উন্নয়নের ভিত্তিতে। জনগণের অধিকার রক্ষা, এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি- এগুলোই আমার প্রধান অঙ্গীকার।” তিনি আরও বলেন, “রিকশা মার্কা শুধু একটি প্রতীক নয়- এটি সৎ নেতৃত্ব, ন্যায়বিচার ও জনসেবার প্রতিশ্রুতি। আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়া আমাকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার উপদেষ্টা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, উপজেলার সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সাধারণ সম্পাদক মুফতি আকমল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ প্রমুখ। স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, তরুণ ভোটার ও সাধারণ মানুষ সহ বিপুল সংখ্যক সমর্খকরা উপস্থিত ছিলেন। বক্তারা সবাইকে রিকশা মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্লোগানের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিকশা মার্কার প্রার্থী এডভোকেট মাওঃ শাহীনুর পাশা চৌধুরীকে নির্বাচিত করার আহবান জানান। একই সঙ্গে ৮ দলীয় জোটের মনোনীত প্রার্থীর পক্ষে জনসমর্থনের ধারাবাহিকতা বজায় রাখার বার্তাও দেওয়া হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ