০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

  • Update Time : ১১:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

{"msource":{"from":"blank"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":8862,"total_drawing_time":587,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":2,"total_draw_actions":8},"photos_added":1}

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় খায়রুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের কাচা মিয়ার ছেলে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জগন্নাথপুর টু রানীগঞ্জ সড়কের সুবিদপুর (ঝাকারবাড়ী) নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে খায়রুল ইসলাম গুরুতর আহত হন। এসময় জগন্নাথপুর উপজেলার গন্ধর্বপুর গ্রামের চান মিয়ার ছেলে রাজন মিয়া (২৪), নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ গ্রামের নুরুল ইসলামের ছেলে হৃদয় মিয়া (২২) আহত হন। স্থানীয়রা গুরুতর আহত খায়রুল ইসলামকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর (আশঙ্কাজনক) আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে খাইরুল ইসলাম মারা যান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

Update Time : ১১:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় খায়রুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের কাচা মিয়ার ছেলে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জগন্নাথপুর টু রানীগঞ্জ সড়কের সুবিদপুর (ঝাকারবাড়ী) নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে খায়রুল ইসলাম গুরুতর আহত হন। এসময় জগন্নাথপুর উপজেলার গন্ধর্বপুর গ্রামের চান মিয়ার ছেলে রাজন মিয়া (২৪), নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ গ্রামের নুরুল ইসলামের ছেলে হৃদয় মিয়া (২২) আহত হন। স্থানীয়রা গুরুতর আহত খায়রুল ইসলামকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর (আশঙ্কাজনক) আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে খাইরুল ইসলাম মারা যান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ