জগন্নাথপুরে মাদ্রাসার অধ্যক্ষের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকি প্রদানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে স্মারকলিপি প্রদান
- Update Time : ১০:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকি প্রদানের বিরুদ্ধে বিহীত ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জগন্নাথপুর মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জগন্নাথপুর উপজেলার মাদ্রাসা শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে একটি কুচক্রী মহল দীর্ঘদিন তাঁর সুনাম ও সম্মানহানির লক্ষ্যে বিভিন্ন প্রকার প্রপাগান্ডায় লিপ্ত রয়েছে। তারা অধ্যক্ষের বিরুদ্ধে মাদ্রাসার অর্থ আত্মসাৎ ও স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন মিথ্যা, বানোয়াট বিষয় উল্লেখ করে বাংলাদেশের বিভিন্ন দপ্তর তথা শিক্ষা মন্ত্রণালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকায় অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগের প্রেক্ষিতে সকল দপ্তর কর্তৃক তদন্তে অধ্যক্ষের বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ প্রমাণিত হয়নি বরং প্রতিটি তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।
কুচক্রী মহল কোন উপায়ান্তর না দেখে এখন সন্ত্রাসী পন্থায় অধ্যক্ষকে অপদস্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে গত ৩১ আগস্ট ২০২৫ ইংরেজি তারিখে মাদ্রাসা চলাকালীন সময়ে কতিপয় উশৃংখল প্রকৃতির লোক মাদ্রাসায় প্রবেশ করে অধ্যক্ষ সাহেবকে না পেয়ে উপাধ্যক্ষকে ডেকে এনে বিভিন্ন প্রকারের ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি তারা অধ্যক্ষকে জোরপূর্বক অপসারণ ও মাদ্রাসায় প্রবেশে বাধা প্রদান এবং অধ্যক্ষের অফিস তালাবদ্ধ করার হুমকি প্রদান করে। মাদ্রাসা শিক্ষক সমিতি, জগন্নাথপুরের পক্ষ থেকে হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষকে হুমকি ও জোরপূর্বক অপসারণ চেষ্টার তীব্র নিন্দা জানান।
এমতাবস্থায়, হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. মইনুল ইসলাম পারভেজকে পেশাগত দায়িত্ব পালনের সার্বিক নিরাপত্তা প্রদানসহ হুমকি প্রদানকারী সন্ত্রাসীদের আগামী ৭২ ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির বিহীত ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করেন। অন্যতায় জগন্নাথপুরসহ সমগ্র জেলার সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- শিক্ষক সমন্বয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মাদ্রাসা শিক্ষক সমিতি, জগন্নাথপুর’র পক্ষে স্বাক্ষরদাতা হলেন, সহ-সভাপতি ও জয়দা আরাবিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মখছুছুল কারীম চৌধুরী, সহ-সভাপতি ও চিলাউড়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম আলফাজ, সম্মানিত সদস্য ও হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হাকীম, সম্মানিত সদস্য ও রসুলগঞ্জ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মোঃ মানিক, সম্মানিত সদস্য ও শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কবির, সাধারণ সম্পাদক ও সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ, যুগ্ম সম্পাদক ও ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ও পূর্ব বুধরাইল আটঘর আউদত দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আমীর আলী, সম্মানিত সদস্য ও বালিকান্দি আটপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ সোলায়মান হাকীম, সম্মানিত সদস্য ও রসুলপুর বনগাঁও দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ কবির আহমদ, সম্মানিত সদস্য ও পীরেরগাঁও সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ নূরুল ইসলাম, সম্মানিত সদস্য ও রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ তাজুল ইসলাম, সম্মানিত সদস্য ও হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ নূরুল হক, সম্মানিত সদস্য ও সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ নিজাম উদ্দিন, সম্মানিত সদস্য ও হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম মল্লিক, সম্মানিত সদস্য, ও ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ ওলিউর রহমান, সম্মানিত সদস্য ও হযরত আবু বকর সিদ্দিক (রা.) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইকবাল চৌধুরী, সম্মানিত সদস্য ও পাঠকুড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জামিল আহমদ, সম্মানিত সদস্য ও হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ ফয়েজ উদ্দিন, সম্মানিত সদস্য ও রসুলপুর বনগাঁও দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ কাওসার আহমদ, সম্মানিত সদস্য ও রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আব্দুল মান্নান, সম্মানিত সদস্য ও রসুলগঞ্জ আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ এনাম উদ্দিন প্রমূখ।



























