জগন্নাথপুরে মজলিস নেতা মাওঃ সোহেল আহমদ চুনু পবিত্র ওমরা হজ্ব পালনে সৌদি আরব যাচ্ছেন
- Update Time : ১২:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"blank"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":31684,"total_drawing_time":741,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":2,"total_draw_actions":5},"photos_added":2}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর খেলাফত মজলিসের সভাপতি, পৌর এলাকার লোদরপুর গ্রামের বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা সোহেল আহমদ চুনু পবিত্র ওমরাহ হজ্ব পালনে সৌদি আরব যাচ্ছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্য বাংলাদেশ ত্যাগ করবেন। বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা সোহেল আহমদ চুনু মক্কায় পবিত্র ওমরাহ পালন শেষে তিনি মদিনায় হযরত মোহাম্মদ (সাঃ) এর রওজা মোবারক জিয়ারত করে আগামী ১১ ডিসেম্বর দেশে ফিরবেন। সময় স্বল্পতার কারণে নেতাকর্মী, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী সহ অনেকের সাথে দেখা করতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। খেলাফত মজলিস জগন্নাথপুর শাখার সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা সোহেল আহমদ চুনু পবিত্র ওমরাহ হজ্ব পালন শেষে সুস্থভাবে যেন দেশে ফিরে আসতে পারেন এবং মহান আল্লাহ যেন তার ওমরাহ হজ্ব কবুল করেন এ জন্য তিনি সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন।






















