জগন্নাথপুরে বিদ্যুৎ অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবীতে বিশাল মানববন্ধন
- Update Time : ০৪:৪০:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":2519,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":0}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ পিডিবি এর অফিস উপজেলা সদর হতে ৮কিলোমিটার দূরে স্থানান্তরের জনদূর্ভোগমূলক সিন্ধান্ত বাতিল ও সদরে বিদ্যুৎ অফিস বহাল রাখার দাবীতে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টায় জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীগন, বিদ্যুৎ গ্রাহকবৃন্দ ও সর্বসাধারনের আয়োজনে জগন্নাথপুর পৌর পয়েন্টে এ মানববন্ধন পালন করা হয়। বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আবুল লেইছের সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুল ওয়াহিদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা ফারুক আহমদ, হাবিবুর রহমান হাবিল, নাসিম আহমদ রুয়েল, আমিনুর রহমান জিলু, জগন্নাথপুর এনসিপি নেতা আলী হোসেন খান, জগন্নাথপুর বাজার তদারক কমিটির জয়েন সেক্রেটারী লিটন মিয়া, ছাত্রনেতা মামুনুর রশীদ মামুন, আলী আকবর প্রমূখ। বক্তারা জনদূর্ভোগ লাগবে বিদ্যুৎ অফিস স্থানান্তর না করার দাবী জানান। বিদ্যুৎ অফিস স্থানান্তর করার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করা হলে সর্বস্তরের জনসাধারনকে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। বিশাল মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




























