জগন্নাথপুরে বিএনপি নেতা আখলুল করিমকে দলীয় নেতাকর্মীদের বিশাল সংবর্ধনা
- Update Time : ০৯:৪৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্যের সংক্ষিপ্ত সফর শেষে স্বদেশ আগমন উপলক্ষে উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, মিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মিরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আখলুল করিম-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মিরপুর (রতিয়ারপাড়া) নিজ বাড়িতে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজন বিশাল সংবর্ধনা প্রদান করা হয়। মিরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এম এ নুরের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব জুবেদ আলী লখনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহীন, সংবর্ধিত অতিথি মীরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আখলুল করিম। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমদ, যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, হাজী সুহেল আহমদ খান টুনু, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল আলীম, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, বিএনপি নেতা দিলু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, মীরপুর ইউনিয়ন বিএনপির সদস্য নেওয়ার খান, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাদেক আহমদ। সংবর্ধনা অনুষ্ঠানে ৫ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বিএনপি নেতা আখলুল করিম যুক্তরাজ্যের সংক্ষিপ্ত সফর শেষে সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছলে উপজেলা ও মিরপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সু-স্বাগত জানিয়ে তাকে ফুল দিয়ে বরণ করেন। দুপুর একটার দিকে বিশ্বনাথের সীমানা থেকে দলীয় নেতাকর্মীরা বিশাল মোটর শোভাযাত্রা তাদের প্রিয় নেতাকে স্বাগত জানিয়ে সংবর্ধনার স্থলে নিয়ে আসেন।

























