জগন্নাথপুরে ৫ লক্ষ মানুষের চলাচলের বিকল্প বাঁশের ব্রিজ যেনো মরণ ফাঁদ
- Update Time : ১১:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ আগস্ট ২০২৫
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":113935,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে প্রায় ৫ লক্ষ মানুষের বসবাস। ৫ লক্ষ মানুষের চলাচলের বিকল্প বাঁশের ব্রিজ যেনো মরণ ফাঁদ হয়েছে। জগন্নাথপুর নলজুর নদীর উপর পুরাতন ব্রিজ ভেঙ্গে নতুন করে দীর্ঘ দিন ধরে ব্রিজের কাজ চলছে। কবে যে ব্রিজের কাজ শেষ হবে তার সঠিক কোন তথ্য সচেতন উপজেলাবাসীর কাছে নেই। চলাচলের জন্য বিকল্প বাঁশের ব্রিজ নির্মান করা হয়েছে। বর্তমানে জগন্নাথপুর বাঁশের ব্রিজ যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই বাঁশের ব্রিজ বিপজ্জনক ও মৃত্যুফাঁদে প্রতিদিন পা রাখছেন উপজেলাবাসী। বাঁশের ব্রিজের পশ্চিম অংশ প্রায় ভেঙ্গে গেছে। গত কয়েক দিনের বৃষ্টির কারনে বাঁশের ব্রিজের সামনে ও পিছে কাদা মাঠিতে পাও রাখতে হয় জীবনের ঝুঁকিতে। বাঁশের ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করছেন।
এই ঝুঁকিপূর্ণ লক্ষের- ঝক্কর ভাঙ্গা বাঁশের ব্রিজ দিয়ে প্রতিদিন মানুষ দূর্ঘটনায় শিকার হয়ে বলেন, ঝুঁকিপূর্ণ এই বাঁশের ব্রিজ কত দিন পর পর ভেঙ্গে যায়। জগন্নাথপুর এই বাঁশের ব্রিজ পূর্ণ ঠিক করতে কত টাকা খরচ হবে এই প্রশ্ন এখন সচেতন উপজেলাবাসীর।
দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন, ঝুঁকিপূর্ণ লক্ষের-ঝক্কর ভাঙ্গা এই বাঁশের ব্রিজটি জনস্বার্থে মানুষের চলাচলের জন্য দ্রুত মেরামত করতে অনুরোধ জানান সচেতন উপজেলাবাসী।



























