স্টাফ রিপোর্টার :: তীব্র শীতের আগমনী বার্তার জানান দিতেই হয়তো রাতে বৃষ্টি হলো । পৌষের স্বল্প এ বৃষ্টিতে ভিজেছে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন পথঘাট।
তবে বিভিন্ন সড়কের ভাঙ্গাতে পানিও জমেছে ।
সোমবার রাত প্রায় দশটায় জগন্নাথপুরে রাতের আকাশে ছিল মাঝারি কুয়াশা ঘেরা। এরই মধ্যে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। উপজেলার বিভিন্ন গ্রামে বৃষ্টি হয়েছে।
যানাযায়, রাতে ১০টা থেকে সাড়ে দশটার দিকে জগন্নাথপুর ও সিলেট বিভাগের বিভিন্ন স্হানে
কোথায় বেশি অাবার কোথায় কম এককথায় কম বেশ বৃষ্টি হয়েছে।
তীব্র শীতের আগমনী বার্তার জানান দিতেই হয়তো রাতে এ বৃষ্টি হলো


























