জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৫
- Update Time : ০৪:৩৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ আগস্ট ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":46074,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নির্দেশে পৃথক অভিযানে ৫ আসামী গ্রেফতার করেছে পুলিশ। জগন্নাথপুর থানার এসআই মোঃ আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই দিপংকর হালদার, এসআই নুর উদ্দিন আহমদ, এসআই মোঃ হাদী আব্দুল্লাহ, এসআই রিফাত সিকদার, এএসআই আলী আকবর, এএসআই কামাল উদ্দিন সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর (রৌডর) গ্রামের সেবুল মিয়ার ছেলে মারামারির মামলার এজাহারনামীয় আসামী আনু মিয়া (২৫), জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের মৃত তখলিছ মিয়ার ছেলে মারামারির মামলার এজাহারনামীয় আসামী শফিক মিয়া (৪৩), ইসহাকপুর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মারামারির মামলার এজাহারনামীয় আসামী দিলু মিয়া (৪০), মিরপুর ইউনিয়নের মিরপুর গ্রামের আঙ্গিঁরা দেবের ছেলে সিআর নং-১১১/১৮ এর গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রাকু দেব, রানীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর গ্রামের ছুরত মিয়ার ছেলে দুইটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আশিকুর রহমানকে (৩২), গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ রোববার (৩ আগস্ট) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



























