জগন্নাথপুরে পাটলী ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা
- Update Time : ০১:৩৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":112387,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন শাখার নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন-এর শুভ উদ্বোধন উপক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার রসুলগঞ্জ বাজারে পাটলী ইউনিয়ন বিএনপির আহবায়ক খলিলুর রহমানের সভাপতিতে ও যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শফিকুল আলমের পরিচালনায় কারী বাবুল আহমদের পবিত্র কোরআন তেলায়াতে অনুষ্ঠিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম. আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সুজাতুর রেজা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন, যুগ্ম-আহবায়ক আব্দুস সোবহান, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাটলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ নূরুল আলম, আখলাকুর রহমান, ইলিয়াস মিয়া, সাজ্জাদ মিয়া, সেলু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক রাসেল বক্স, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জাকারিয়া হুসাইন, ইউনিয়ন যুবদলের, সহ-সভাপতি নুরুল ইসলাম, রিপন রাজ, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক রুহুল আমিন, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা শয়ন আহমদ পারভেজ, মিজান আহমদ প্রমূখ। এসময় স্বেচ্ছাসেবক দল নেতা হারুন আহমদ, কয়েছ আহমদ, বিএনপি নেতা খালন মিয়া, হুসেন আহমদ, নুর মিয়া, আব্দুর রুফ, পাটলী ইউনিয়ন যুবদলের সভাপতি সোলেমান আলী, সাধারন সম্পাদক রুপন আহমদ, রুহেল আহমদ, সামসুননুর, সাহেদ রানা, ইমরান আহমদ, ইউসুফ কামরান খান, জামাল মিয়া, ফুল মিয়া, রিপন মিয়া, তুরন মিয়া, রাহিম আহমদ, জাহির আহমদ, শিফু মিয়া, টারজান নুর, রুবেল আহমদ, রিজন মিয়া, সাঈদ আহমদ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পাটলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে অনুষ্ঠানে যোগ দেন।


























