স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জগন্নাথপুর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা বলেছেন, আমি আপনাদের সন্তান। আপনারা বিগত উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচনে বিজয়ী করে একজন জনপ্রতিনিধি হিসেবে আপনারা আমাকে তৈরী করেছিলেন। আপনাদের সেই ভোটের আমানত রক্ষায় আমি কাজ করেছি। আপনাদের সন্মানক্ষুন্ন হয় এমন কোন কাজ করেনি।
বরং আপনাদের ভোটের আমানত রেখে স্থানীয় সরকার বিষয়ে অষ্টেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে সরকারি সফর করে অভিজ্ঞতা অর্জন করেছি। তিনি বলেন, আমি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে গিয়ে দেখেছি কাঙ্কিত উন্নয়ন করতে হলে উপজেলা চেয়ারম্যান ছাড়া সম্ভব নয়। তাই আপনাদের প্রতি আস্থা ও ভালোবাসা নিয়ে আপনাদের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করছি। এখন সময় এসেছে আপনাদের রোপন করা বৃক্ষকে পরিপূর্ণতা দেয়ার।
তাই আগামী ৬ মার্চ আনারস প্রতীকে দলমতের উর্দ্ধে উঠে ভোট দিয়ে আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। তিনি কান্নজড়িত কন্ঠে আবেগময় বক্তব্য দিয়ে আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজারে ও রানীগঞ্জ বাজারে শেষ নির্বাচনী সভায় উপরোক্ত কথা বলেন। স্বাধীন বাজারে নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরব্বী করিম মিয়া। ছাত্রলীগ নেতা হাবিব জুয়েলের পরিচালনায় অনুষ্টিত পথসভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি খালেদ আহমদ রাজ, জেলা ছাত্রলীগ নেতা সিতু মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ নেতা তানভীর আলম পিয়াস, কাসেম আলী, মুক্তার মিয়া, সামাদ অাহমদ, সাজিদুর রহমান, সালমান অাহমদ, হেলাল অাহমদ নোমান, জাবির অাহমদ প্রমুখ




























