জগন্নাথপুরে তালামীযে ইসলামিয়া পশ্চিম উপজেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ০১:৫৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া পশ্চিম উপজেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) ইকড়ছই আলিম মাদরাসার হলরুমে সকাল ১১ ঘটিকা থেকে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন। কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহ সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালী। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকড়ছই আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম। সংগঠনের জগন্নাথপুর পশ্চিম উপজেলা সভাপতি রুবেল আহমদ খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ জিলানীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা সৈয়দ মিজানুর রশিদ, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক সমছু মিয়া সজল, সংগঠনের সুনামগঞ্জ জেলা প্রচার সম্পাদক মো. সাইদুল ইসলাম, সিলেট মহানগর সহ-অফিস সম্পাদক জামান আহমদ, সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সায়েম মিয়া, জগন্নাথপুর পৌর সভাপতি মাহিম আহমদ প্রমুখ।























