জগন্নাথপুরে জমিয়তের বিক্ষোভ মিছিলে ভিপি নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও ফ্যাসিবাদের দোসরদের দ্রুত গ্রেফতার করুন- সৈয়দ তালহা আলম
- Update Time : ১২:০০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিয়তের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে জগন্নাথপুর পৌর এলাকার ভবের বাজারে উপজেলা যুব জমিয়তের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও তাকে রক্তাক্ত করার লক্ষণ ভালো মনে হচ্ছেনা, এই মুহূর্তে দেশে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা উচিত। তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, সকলের সঙ্গে সমান এবং নিরপেক্ষ আচরণ করতে হবে। ভিপি নুরের ওপর হামলায় জড়িত ফ্যাসিবাদের দোসরদের দ্রুত গ্রেফতার করতে জোর দাবি জানান। সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক জননেতা সৈয়দ তালহা আলম আরও বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও সরকারকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, দেশে এই মুহূর্তে কোনো প্রকার অরাজক পরিস্থিতি কাম্য নয়। দেশের মানুষ অশান্তি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে, নতুন নতুন ইস্যু সৃষ্টির জন্য নয়। একটার পর একটা ইস্যু সামনে আনার নেপথ্যে কারা পরিকল্পনা করছেন, তা দেশবাসীর নিকট স্পষ্ট করার দাবি জানান তিনি। জমিয়ত নেতা মাওলানা শাহিনুর আহমদ শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা হোসাইন আহমদ, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা এরশাদ খান আল হাবিব, জমিয়ত নেতা আখতার হোসেন, জাকির হোসেন প্রমূখ। এসময় জমিয়তের দুই শতাধিক নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।



























