জগন্নাথপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বিশাল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
- Update Time : ০৯:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":1913,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":0}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৫ম শ্রেনীর ছাত্র ছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন হতে বাদ দেয়ার প্রতিবাদে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় কিন্ডারগার্টেন এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে জগন্নাথপুর পৌর পয়েন্টে এ মানববন্ধন পালন করা হয়। ডিম ফ্লাওয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ জগন্নাথপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সঞ্জীব রায়ের সভাপতিত্বে ও ড্রিম ফ্লাওয়ার কেজি এন্ড হাই স্কুলের ভাইস প্রিন্সিপাল ও এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শফিক উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে

বক্তব্য রাখেন এসোসিয়েশন উপদেষ্টা জগন্নাথপুর নার্সারি স্কুলে প্রধান শিক্ষক বিনয় কুমার সরকার, সাধারন সম্পাদক আবুল কাশেম, সদস্য কালীপদ চক্রবর্তী, বর্ণমালা বিদ্যানিকেতের পরিচালক শফিকুর রহমান লিলু, মোশারফ আলী স্কুলের পরিচালক জামাল উদ্দিন, রানীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ ফরিদ আহমদ, হাজী মকবুল হোসেন একসডেমির অধ্যক্ষ মৃত্যুঞ্জয় মল্লিক, মেরিট হোম কিন্ডারগার্টেনের অধ্যক্ষ সৃজন দেব, গোল্ডেন ভিউ একাডেমির প্রধান শিক্ষক কামাল হোসেন। বক্তারা গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রটি বাতিল করে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৫ম শ্রেনীর ছাত্র ছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগদানে সরকারের সু-দৃষ্টি কামনা করছেন। বিশাল এ মানববন্ধনে উপজেলার পৌর শহরের ড্রীম ফ্লাওয়ার কেজি অ্যান্ড হাই স্কুল, জগন্নাথপুর নার্সারি স্কুল, বর্ণমালা বিদ্যা নিকেতন, হলি চাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল, সানলাইট কিন্ডারগার্টেন, ছালিক সুবহান কিন্ডারগার্টেন, মেরিট হোম কিন্ডারগার্টেন, অগ্রযাত্রা কিন্ডারগার্টেন, হাজী মন্তাজ উদ্দিন কিন্ডারগার্টেন, মোশাররফ আলী স্কুল, হাজী মকবুল হোসেন একাডেমি, রানীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন, আধুনিক কিন্ডারগার্টেন, শিশু নিকেতন স্কুল, আল মাদিনা কিন্ডারগার্টেন, নিউ ন্যাশন একাডেমি, ইকরা ইসলামিক স্কুল, গোল্ডেন ভিউ স্কুল এর শিক্ষক শিক্ষার্থীরা ও অভিভাবকগণ অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন এসোসিয়েশন নেতৃবৃন্দ।



























