জগন্নাথপুরে এওআইসি ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":42971,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এওআইসি ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ জুলাই) দুপুরে জগন্নাথপুর মডেল মসজিদ হলরুমে ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরুর সভাপতিত্বে ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা আফজল হোসাইনের ব্যবস্থাপনায় ও রিয়াজ উদ্দিন রাজুর পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও সিলেট জজ কোর্ট এর এপিপি এডভোকেট ইয়াসীন খান, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, মাওলানা দরছ উদ্দিন, মাওলানা নেছার উদ্দিন, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক হারুন মিয়া, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, শাহ আলম, মাওলানা হোসাইন আহমদ, বিশিষ্ট সমাজসেবক রেজাউল করিমের রিপন, জাহিদ হাসান, সাজু মিয়া, মুক্তিযুদ্ধা মনা মিয়া, শিবলী মিয়া, তারেক আহমদ মিঠু, রশিদ আহমদ মুরাদ, জয়নাল আবেদীন প্রমুখ।




























