জগন্নাথপুরে আলহাজ্ব আব্দুল হকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ
- Update Time : ০৪:০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":3252,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":0}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তেঘরিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ আব্দুল হকের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার ৬৭নং তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রোমে মরহুমা রাশেদা হক ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত দোয়া ও ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী হরুপ মিয়ার সভাপতিত্বে ও বিলাল আহমদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা সৈয়দ আব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কবি মুহিবুর রহমান বাবু, ইমাম ও খতিব মাওলানা আব্দুল হক, ৬৭নং তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবু সুফিয়ান, মরহুমের ছেলে তেঘরিয়া আদর্শ পাঠাগারের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া, তেঘরিয়া আদর্শ পাঠাগারের সাবেক সভাপতি রাহিন মিয়া তালুকদার, হাফিজ মাওলানা মুফতি শাহ জুনাইদ সিদ্দিকী, মুফতি মিজানুর রহমান, মাওয়ানা ইয়াহিয়া, মাষ্টার শোয়েব আহমদ, আবিবুর রহমান, কদ্দুস মিয়া, কারি সাইফুল ইসলাম আনছারী প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মরহুমের নাতি সাফিউল হক জায়ান। এসময় তেঘরিয়া বালিকা মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা হারুন অর রশিদ, সাবেক ইউপি সদস্য আশরাফ মিয়া, গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুর রহীম, মাষ্টার আবুল কাশেম, মুহিবুর রহমার, ছাবু মিয়া মোজাক্কির মিয়া, জুনেদ মিয়া, শাহজাহান মিয়া, গয়াস মিয়া, কমলা মিয়া, নুরু মিয়া, ফয়জুল ইসলাম, আলী আহমদ, হাফিজ সাইদুর রহমান, সালেহ আহমদ, নোমান আহমদ, আবু তাহের, সুহেল মিয়া, ফুজেল আহমদ, ফাবিল আহমদ, হোসেন আহমদ, রুমেন আহমদ সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে শতাধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।



























