১০:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে ৮মাসের বকেয়া বেতনের দাবিতে ৬প্রভাষকের ক্লাস বর্জন শুরু

  • Update Time : ০৮:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ আগস্ট ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকে সমতা স্কুল এন্ড কলেজের ৬জন প্রভাষক ৮মাসের পাওনা বকেয়া বেতনের দাবিতে শনিবার থেকে ক্লাস বর্জনের ঘোষনা দিয়েছেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. সাহেলের কাছে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। জানা যায়, ২০১৬সালের ১জুলাই থেকে সিংচাপইড় ইউপির সমতা স্কুলে কলেজ শাখার কার্যক্রম শুরু করা হয়। কিন্তু গত অর্থবছরে প্রভাষক হাবিবুর রহমান, ছানার মিয়া, আহসান উদ্দিন, গৌছুল হক নাঈম, খলিল রহমান ও সেলিম মিয়াসহ ৬জন প্রভাষকের বেতন বকেয়া রয়েছে। এব্যাপারে পরিচালনা কমিটির সভাপতির কাছে একাধিকবার ধর্না দিয়েও কোন সুরাহা হয়নি। প্রতিষ্ঠানের প্রধান শিক আব্দুস সামাদ ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক নাসির উদ্দিন এব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারছেননা। এখানে কলেজ শাখায় শিার্থী রয়েছে ১শ’ ৭৫জন। গত ১বছরে ছাত্র ভর্তি, সেশন ফি ও ছাত্রদের বেতন বাবত প্রায় ৭ল টাকাসহ বিভিন্ন অনুদানের টাকা কলেজ ফান্ডে জমা রয়েছে বলে প্রভাষকরা দাবি করেন। কিন্তু এরপরেও তাদেরকে বেতন পরিশোধ করছেনা কর্তৃপক্ষ। এব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন জানান, গত অর্থবছরে প্রভাষকদের চার মাসের বেতন পরিশোধ হলেও ৮মাসের বেতন বকেয়া রয়েছে। প্রধান শিক্ষক কর্মস্থলে আসার পর এব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ৮মাসের বকেয়া বেতনের দাবিতে ৬প্রভাষকের ক্লাস বর্জন শুরু

Update Time : ০৮:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ আগস্ট ২০১৭

চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকে সমতা স্কুল এন্ড কলেজের ৬জন প্রভাষক ৮মাসের পাওনা বকেয়া বেতনের দাবিতে শনিবার থেকে ক্লাস বর্জনের ঘোষনা দিয়েছেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. সাহেলের কাছে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। জানা যায়, ২০১৬সালের ১জুলাই থেকে সিংচাপইড় ইউপির সমতা স্কুলে কলেজ শাখার কার্যক্রম শুরু করা হয়। কিন্তু গত অর্থবছরে প্রভাষক হাবিবুর রহমান, ছানার মিয়া, আহসান উদ্দিন, গৌছুল হক নাঈম, খলিল রহমান ও সেলিম মিয়াসহ ৬জন প্রভাষকের বেতন বকেয়া রয়েছে। এব্যাপারে পরিচালনা কমিটির সভাপতির কাছে একাধিকবার ধর্না দিয়েও কোন সুরাহা হয়নি। প্রতিষ্ঠানের প্রধান শিক আব্দুস সামাদ ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক নাসির উদ্দিন এব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারছেননা। এখানে কলেজ শাখায় শিার্থী রয়েছে ১শ’ ৭৫জন। গত ১বছরে ছাত্র ভর্তি, সেশন ফি ও ছাত্রদের বেতন বাবত প্রায় ৭ল টাকাসহ বিভিন্ন অনুদানের টাকা কলেজ ফান্ডে জমা রয়েছে বলে প্রভাষকরা দাবি করেন। কিন্তু এরপরেও তাদেরকে বেতন পরিশোধ করছেনা কর্তৃপক্ষ। এব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন জানান, গত অর্থবছরে প্রভাষকদের চার মাসের বেতন পরিশোধ হলেও ৮মাসের বেতন বকেয়া রয়েছে। প্রধান শিক্ষক কর্মস্থলে আসার পর এব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ