ছাতকে শিক্ষকের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ
- Update Time : ০৭:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের
ছাতকে সন্ত্রাসী ঘটনায় জড়িত এক শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিব ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসির এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। রোববার উপজেলার উত্তর খুরমা ইউপির ৪৭নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সমাবেশ অনুষ্টিত হয়। বিশিষ্ট মুরব্বী আব্দুল জলিলের সভাপতিত্বে ও নিয়ামত আলীর পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি রজব আলী, হানিফ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আরজক আলী, সাবেক মেম্বার আরশ আলী, জমসিদ আলী, চমক আলী, মনির উদ্দিন, ইউনুছ আলী, মুক্তিযোদ্ধা আরব আলী, মুক্তিযোদ্ধা রজব আলী, সোনাফর আলী, গৌছ উদ্দিন, আইন উদ্দিন, সাইদুল ইসলাম, আব্দুল হেকিম, সাজল আহমদ, ইসলাম উদ্দিন, আব্দুল নুর, আব্দুল কাহার, আসক আলী রানা, আজিজুর রহমান, আইন উদ্দিন, সালাউদ্দিন, সাহেদ আহমদ, নেছার আহমদ, শুয়েব আহমদ, হাফেজ শাহজাহান, হাফেজ নূর আহমদ, শাহ আলম, আব্দুল কাদির, এহসান আহমদ প্রমুখ। বক্তারা বলেন, গত ১৫মে’ ম্যানিজিং কমিটির সভাপতি আব্দুল অদুদ ছামির সন্ত্রাসী হামলায় জড়িত শিক্ষক মাহবুবুর রশীদের আইনগত ব্যবস্থা নেয়ার জন্যে প্রশাসনের প্রতি আহান জানান।




























