ছাতকে মাহে রমজানকে স্বাগত জানিয়ে খেলাফত মজলিসের মিছিল
- Update Time : ০৪:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতক উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোবিন্দগঞ্জ কেন্দ্রিয় জামে মসজিদ থেকে শুরু হয়ে সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্ট এলাকায় পথসভায় মিলিত হয়। উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা সালেহ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু সাঈদের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আমির আলী, সাংগঠনিক সম্পাদক কে এম মোশাহিদ আলী, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাওলানা সা’দ আহমদ, উত্তর খুরমা ইউপি সভাপতি ইকবাল আহমদ, সহ-সভাপতি মাওলানা খালেদ আহমদ মেম্বার ও মাওলানা সালেহ আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি সভাপতি মাওলানা গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক আলী আকবর, সহ-সভাপতি মাওলানা সাঈদ আহমদ, দক্ষিণ খুরমা ইউপি সহ-সভাপতি হাফেজ আজিজুর রহমান। এসময় রুকন উদ্দিন, মাহবুব আহমদ, হাফেজ উসমান গণিসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন, উপজেলা শাখার নির্বাহী সদস্য হাফেজ মাওলানা আবদুল হাই।
এদিকে খেলাফত মজলিসের জাউয়াবাজার ইউপি শাখার উদ্যোগে বাদ আছর মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এক প্রচার মিছিল বের করা হয়। লক্ষণসোম জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাজার মসজিদের সম্মুখে এক পথ সভায় মিলিত হয়। সংগঠনের জাউয়াবাজার ইউপি শাখার সভাপতি মাওলানা আমজদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সালেহ আহমদ ও মাওলানা জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, প্রচার সম্পাদক জুনাঈদ আহমদ জুনেদ, তহুর আহমদ, আহমদ শফি, শরিফ আহমদ, মাওলানা ছালিক আহমদ, মাওলানা আজহারুল ইসলাম, হাফেজ মুজাক্কির হোসেন প্রমূখ।




























