০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে চেলা নদীতে নৌকা শ্রমিক নিখোঁজ
- Update Time : ০১:৩৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকে নৌকা থেকে পড়ে গিয়ে চেলা নদীতে নিখোঁজ হয়েছে মুক্তার আলী(৪০) নামের এক শ্রমকি। বৃহস্পতিবার ১০আগষ্ট সন্ধ্যায় নৌকা থেকে পা ফসকে পানিতে পড়ে গিয়ে সে নিখোঁজ হয়। মুক্তার আলী নোয়ারাই গ্রামের মৃত মাহির উদ্দিনের পুত্র। বৃহস্পতিবার দুপুরে ভাড়ায় একটি কাঠবডির নৌকা যোগে ইট বোঝাই করে ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ি যায় মুক্তার আলী ও তার সহযোগিরা। বিকেলে ছনবাড়ি ঘাটে নৌকা বেঁধে বাজারে গিয়ে নাস্তা সেরে পুনরায় নৌকায় উঠার সময় পা ফসকে খর স্রোতা চেলা নদীতে পড়ে গিয়ে মুক্তার আলী নিখোঁজ হয়। দু’দিন ধরে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।


























