০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে এসএসসিও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা

  • Update Time : ০৪:২৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকে এসএসসি ও দাখিল উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। ৯জুন শুক্রবার উত্তর খুরমা ইউপির আলমপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলমপুর-মাঞ্জিহারা লতিফিয়া ষ্টুডেন্ট ফোরামের উদ্যোগে ক্বারি আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল অদুদ ছামির পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ সৈয়দ মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ক্ষিানুরাগি ফয়জুল হক, সোনাহর আলী। উপস্থিত ছিলেন, সমাজসেবি গৌছ উদ্দিন, হাজি মখলিছ আলী, আব্দুল জলিল, মনোহর আলী জালু, নজির উদ্দিন, গিয়াস উদ্দিন, মন্তাজ আলী, সূরুজ আলী, সফিককুর রহমান, আইন উদ্দিন, সিরাজু হক, আরশ আলী পীর, আশকর আলী, আব্দুল খালিক, লিয়াকত আলী, কামাল উদ্দিন, আঙ্গুর আলী, লতিফিয়া ষ্টুডেন্ট ফোরামের সফিকুর রহমান অমি, আব্দুল ওয়াহিদ, হাফেজ শাহজাহান, নজরুল ইসলাম, মোক্তার হোসেন, মকছুদুল মোহাইমিন, হাফেজ নূর আহমদ, আশক উদ্দিন রানা, হাজি রিয়াজ উদ্দিন, কাওছার আহমদ, মোমিন হোসেন, নাসির উদ্দিন, শামছ উদ্দিন, আবুল বাহার, রায়হান, আজিজুর, সাহেল, জাবেদ, শাকের, সজিব, খয়ের, আবুল বশর, হাফিজুর, এহসান, আফরোজ, নূর আলম, রেদুয়ান প্রমূখ। এসময় এসএসসি ও দাখিল উত্তীর্ণ পপি বেগম, শিফা বগম, তামান্না বেগম, নাজিমা বেগম, পান্না বেগম, শারমিন বেগম, লিমা বেগম, মারজানা বেগম, ফারজানা বেগম, মার্জিয়া বেগম, অপি বেগম, শামিমা বেগম, তাহেরা বেগম, সায়েজা বেগম, ইছুব আলী, মিজানুর রহমান মোমিন, হাফিজুর রহমান, সজিব আহমদ, সাকের আহমদ, হাফেজ শাহজাহান আহমদ, আছির উদ্দিন, আল ইমরান, মোমিন মিয়া, শাহেল আহমদ, ফজির উদিদ্দন, এহসান আহমদসহ ২৬জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে এসএসসিও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা

Update Time : ০৪:২৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭

চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকে এসএসসি ও দাখিল উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। ৯জুন শুক্রবার উত্তর খুরমা ইউপির আলমপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলমপুর-মাঞ্জিহারা লতিফিয়া ষ্টুডেন্ট ফোরামের উদ্যোগে ক্বারি আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল অদুদ ছামির পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ সৈয়দ মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ক্ষিানুরাগি ফয়জুল হক, সোনাহর আলী। উপস্থিত ছিলেন, সমাজসেবি গৌছ উদ্দিন, হাজি মখলিছ আলী, আব্দুল জলিল, মনোহর আলী জালু, নজির উদ্দিন, গিয়াস উদ্দিন, মন্তাজ আলী, সূরুজ আলী, সফিককুর রহমান, আইন উদ্দিন, সিরাজু হক, আরশ আলী পীর, আশকর আলী, আব্দুল খালিক, লিয়াকত আলী, কামাল উদ্দিন, আঙ্গুর আলী, লতিফিয়া ষ্টুডেন্ট ফোরামের সফিকুর রহমান অমি, আব্দুল ওয়াহিদ, হাফেজ শাহজাহান, নজরুল ইসলাম, মোক্তার হোসেন, মকছুদুল মোহাইমিন, হাফেজ নূর আহমদ, আশক উদ্দিন রানা, হাজি রিয়াজ উদ্দিন, কাওছার আহমদ, মোমিন হোসেন, নাসির উদ্দিন, শামছ উদ্দিন, আবুল বাহার, রায়হান, আজিজুর, সাহেল, জাবেদ, শাকের, সজিব, খয়ের, আবুল বশর, হাফিজুর, এহসান, আফরোজ, নূর আলম, রেদুয়ান প্রমূখ। এসময় এসএসসি ও দাখিল উত্তীর্ণ পপি বেগম, শিফা বগম, তামান্না বেগম, নাজিমা বেগম, পান্না বেগম, শারমিন বেগম, লিমা বেগম, মারজানা বেগম, ফারজানা বেগম, মার্জিয়া বেগম, অপি বেগম, শামিমা বেগম, তাহেরা বেগম, সায়েজা বেগম, ইছুব আলী, মিজানুর রহমান মোমিন, হাফিজুর রহমান, সজিব আহমদ, সাকের আহমদ, হাফেজ শাহজাহান আহমদ, আছির উদ্দিন, আল ইমরান, মোমিন মিয়া, শাহেল আহমদ, ফজির উদিদ্দন, এহসান আহমদসহ ২৬জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ