ছাতকে ইউনিয়ন আ.লীগের সন্মেলনে তৃণমুলের নেতা কর্মীরাই আ.লীগের প্রাণ : মুহিবুর রহমান মানিক এমপি
- Update Time : ০৭:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের
ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন,আওয়ামীলীগের কমিটি গঠন করার মাধ্যমে এ অঞ্চলের দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী হবে। নতুন কমিটির নেতৃত্বে আসা নেতৃবৃন্দরাই ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজ করে যাবেন। তিনি বলেন, তৃণমুলের নেতা কর্মীরাই আওয়ামীলীগের প্রাণ। আজ সোমবার (১৬মে) ছাতকের ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সন্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। দুপুরে সিসিএফ ইন্সটিটিউটে সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিমের সভাপতিত্বে এবং মুরাদ হোসেন ও ফয়ছল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্টিত ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, এড. আশিক আলী, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক প্যানেল মেয়র তাপস চৌধুরী,আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইশতিয়াক তানভীর। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা শামসুজ্জামান রাজা, সাব্বির আহমদ, হাজী সুনু মিয়া,এড. ফরিদ উন নবী, সিমেন্ট ফ্যাক্টরি সিবিএ সেক্রেটারী আব্দুল কুদ্দুস, জেলা সেচ্ছসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, উপজেলা যুবলীগের সুহেল মাহমুদ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মনঞ্জুর আলম, কৃপেশ চন্দ, এনামূল হক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ফজলে করিম লিলু মিয়া। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের আব্দুল জব্বার খোকন, আব্দুস সালাম, হাজী আরিছ উদ্দিন, হাজী বুলবুল আহমদ, কামরুজ্জামান, হাজী আতিক মিয়া, মোশারর হোসেন, আব্দুল মুনঈম, শাহাব উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুল্লাহ। সন্মেলনে সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিমকে সভাপতি, সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুজন ও হাজী নজরুল ইসলামকে সহ সাংগঠনিক সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।



























