ছাতকের সাবেক শিক্ষা অফিসার ও কলেজ শিক্ষার্থীসহ সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু
- Update Time : ০৯:৫০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সিলেট সদর উপজেলার লামাকাজি চাঁনপুর এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছাতকের সাবেক শিক্ষা অফিসার চিন্তা হরণ দাস ও কলেজ শিক্ষার্থী রুহুল আমিন দুলন নামের দু’জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত চিন্তা হরণ দাস ছাতক থেকে দুই বছর আগে বদলি হয়ে বর্তমানে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার হিসাবে কর্মরত ছিলেন। অপর জনের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তির গাও গ্রামের রুসমত আলীর ছেলে কলেজ ছাত্র রুহুল আমিন দুলন। ২০ জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়- বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে লামাকাজির চাঁনপুর এলাকায় সিলেট থেকে বিশ্বনাগামী সিএনজির সাথে অপর দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রাস্তার পাশে খাদে পরে যায় এবং সিএনজিটি দুমড়ে মুচরে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। চিন্তা হরণ দাস সিলেটের গোলাপগঞ্জে চাকরি করলেও উনি ছাতক পৌর শহরে বসবাস করতেন। শুক্রবার ছুটি থাকায় তিনি বাসায় আসার পথে এ দুর্ঘটনার শিকার হন। অপর নিহত দুলন মিয়া সিলেটের একটি প্রাইভেট কোচিং সেন্টারে কোচিং শেষে বাড়ি ফেরার পথে নিহত হন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার উপ পরিদর্শক দিবাংসু পাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন- চাঁনপুর এলাকায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।




























